সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ সুখবর। আপনি কি পড়াশোনা করার পর সরকারি চাকরির খোঁজ করছেন তবে খবরটি শুধু আপনার জন্য। আপনি যদি শিক্ষকতার কাজ করতে পছন্দ করেন কিংবা বাচ্চাদের পড়াতে ভালো লাগে তবে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। ন্যুনতম উচ্চমাধ্যমিক যোগ্যতা পাশে যেকেউ আবেদনের যোগ্য। তাই আর দেরি না করে আবেদনের খুঁটিনাটি নিচে দেওয়া হলো, দেখে নিতে পারেন।
নিয়োগকারী সংস্থা
Directorate of Education, Daman এর পক্ষ থেকে বিভিন্ন শিক্ষক পদে নিয়োগ করা হবে।
পদের নাম
মূলত বিদ্যালয়ের যে বিভাগে অর্থাৎ যে শ্রেণীতে করা হবে শিক্ষক নিয়োগ-
- Pre-School Teacher অর্থাৎ প্রাক প্রাথমিক বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে।
মাধ্যম অর্থাৎ ভাষা (Medium)
যেসব মাধ্যমের ওপর অর্থাৎ ভাষার ওপর শিক্ষক নিয়োগ করা হবে তা নিচে উল্লেখ করা হলো-
- গুজরাটি মাধ্যম (Gujarati Medium)
- মারাঠি মাধ্যম (Marathi Medium)
- ইংরেজি মধ্যম (English Medium)
শিক্ষাগত যোগ্যতা
- উচ্চমাধ্যমিকে 45% নম্বর পাওয়ার পাশাপাশি D.E.C.Ed.(Diploma in Early Childhood Education Programme) করা থাকতে হবে।
- অথবা, উচ্চমাধ্যমিকে 45% নম্বর পাওয়ার পাশাপাশি D.El.Ed করা থাকতে হবে।
- অথবা, উচ্চমাধ্যমিকে 45% নম্বর পাওয়ার পাশাপাশি B.El,Ed করা থাকতে হবে।
বয়সসীমা
আবেদনকারীর বয়স 35 বছরের নিচে থাকতে হবে।
বেতনক্রম
প্রতি মাসে 10000 টাকা বেতন।
নিয়োগ প্রক্রিয়া
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা যাচাই করে এবং তাদের দক্ষতা অনুযায়ী স্ক্রীনিং টেস্ট করে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে কিনা সে ব্যাপারে এখনো কিছু বলা হয়নি।
আবেদন প্রক্রিয়া
আবেদন করতে পারবেন শুধুমাত্র অফলাইন পদ্ধতির মাধ্যমে। আবেদনকারীকে নিজের যাবতীয় বিভিন্ন তথ্যাদি দিয়ে আবেদন পত্রটি ভালো করে পূরণ করে সেটিকে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
Department of Education, 2th floor, Secretariate, Silvasa, Dadra & Nagar Haveli
আরও পড়ুন: 1749 শূন্যপদে B.Ed ও অন্যান্য যোগ্যতায় বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ | Teacher Recruitment 2022
আবেদনের সময়সীমা
অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারবেন আগামী 31/01/2022 তারিখের মধ্যে।
Official Notification: Click Here
Application Form: Click Here
Official Website: daman.nic.in