এটি একটি দুর্দান্ত নিয়োগের সুযোগ বিশেষ করে তাদের জন্য যারা খুব অল্প অর্থাৎ ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে চাকরির খোঁজ করছেন। পশ্চিমবঙ্গে বিশেষ এক ক্ষেত্রে মূলত গ্রুপ ডি লেভেলে পিওন পদে নেওয়া হচ্ছে কর্মী। এই নিয়োগের দুটি গুরুত্বপূর্ণ বিশেষত্ব হচ্ছে, প্রথমত রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে যেকেউ এখানে আবেদন জানাতে পারেন এবং দ্বিতীয়ত, শুধুমাত্র অষ্টম পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন করা যাবে। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে, সঙ্গে থাকবেন।
পদের নাম: রাজ্যের এই নিয়োগে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ (WB Group-D Recruitment 2022) করা হচ্ছে। এর অধীনে বিশেষ করে পিওন (Peon) পদে কর্মী নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: ন্যুনতম এবং শুধুমাত্র অষ্টম তথা এইট পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে উচ্চ শিক্ষা যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীরাও সমানভাবে যোগ্য।
প্রার্থীর বয়সসীমা: নিয়োগে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়সের নিম্ন সীমা 18 বছর এবং ঊর্ধ্বসীমা 40 বছর ধরা হয়েছে। অর্থাৎ, 18 বছরের ঊর্ধ্বে এবং 40 বছর বয়সের নিচে যেকেউ যোগ্য।
বয়সে ছাড়: রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের সরকারি নিয়ম মেনে বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। সেক্ষেত্রে SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন: বিজ্ঞপ্তিতে সরাসরি বেতন সম্পর্কে কিছু বলা হয়নি। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের চতুর্থ শ্রেণী কর্মচারীর বেতনক্রম অনুযায়ী বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন তথা দরখাস্ত জানাতে পারেন। সেক্ষেত্রে নিচে দেওয়া ধাপগুলি দেখুন,
1. সবার প্রথমে নিজের হাতে একটি আবেদনপত্র তথা BIO DATA বানিয়ে ফেলুন।
2. এখানে যে পদের জন্য আবেদন করছেন তার নাম, নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দিন।
3. নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং যদি থাকে একটি ইমেল আইডি এখানে দেবেন।
4. যাবতীয় বিভিন্ন ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে জুড়ে দিন এর সঙ্গে।
5. নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে একটি সিগনেচার করুন ফর্মে।
6. সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. নিজের শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. বিশেষ করে অষ্টম শ্রেণী পাশের মার্কশিট এবং অন্যান্য কোনো পাশের মার্কশিট কিংবা সার্টিফিকেট যদি থাকে
4. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
5. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
6. নিজের কাস্ট সার্টিফিকেট যদি থাকে
আবেদনের সময়সীমা: আগামী 21 ডিসেম্বর, 2022 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।
মূলত কলকাতা ব্লাইন্ড স্কুল্ড এর তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গের 23 টি জেলার যেকোনো প্রান্ত থেকেই আপনি এখানে নিয়োগের জন্য আবেদন জানাতে পারেন।
আবেদন পাঠানোর ঠিকানা: To The Principal, Calcutta Blind School, 643, D.H. Road, P.O. Behala, Kolkata -700034
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
আপনি কি একজন চাকরি প্রার্থী? নিয়মিত চাকরির আপডেট পেতে চান? তবে আজই যুক্ত হয়ে যান আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে।
TELEGRAM CHANNEL: JOIN HERE