পশ্চিমবঙ্গে মাসিক 21700 টাকা বেতনে গ্রুপ সি কর্মী নিয়োগ, যেকেউ আবেদনের যোগ্য | Group C Recruitment 2022 West Bengal

রাজ্যে গ্রুপ সি (Group C) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। আপনি যদি সরকারি চাকরির খোঁজে থাকেন তবে একদম সঠিক স্থানে এসেছেন। পশ্চিমবঙ্গের এক জেলা প্রতিষ্ঠানে বেশ কিছু গ্রুপ সি কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জেলা থেকে পুরুষ কিংবা মহিলা সবাই যোগ্য এই চাকরিতে আবেদন করার জন্য। শুধুমাত্র অনলাইনের সাহায্যে অতি সহজেই আবেদন করতে পারবেন। IIT Kharagpur এর পক্ষ থেকে নির্দেশনা অনুযায়ী উচ্চ বেতনে কর্মী নিয়োগ করা হবে। এবং ধারাবাহিক পদ্ধতিতে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করে মেরিট লিস্ট প্রস্তুত করে প্রার্থী বাছাই করে তাদের নিয়োগপত্র প্রদান করা হবে। নিচে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হলো, দেখে আবেদন করে নিতে পারবেন চাকরির জন্য।




Group C Recruitment 2022 West Bengal





পদের নাম: 

INDIAN INSTITUTE OF TECHNOLOGY KHARAGPUR (IIT KHARAGPUR) এর পক্ষ থেকে বেশ কিছু গ্রুপ সি (Group C) পদে কর্মী নিয়োগ করা হবে। যে পদে মূলত কর্মী নেওয়া হবে তার নাম হলো – জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant)


শিক্ষাগত যোগ্যতা:

এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে সর্বমোট 40 টি শূন্যপদে Group C কর্মী নিয়োগ করা হবে। নিচে ক্যাটাগরি অনুযায়ী পদের হিসাব দেওয়া হলো –

Un Reserved- 25

SC- 01

ST- 01

OBC- 10

EWS- 02

PWD- 01


শিক্ষাগত যোগ্যতা:

যেসব যোগ্যতায় আপনি এই গ্রুপ সি পদের চাকরির জন্য আবেদন করতে পারেন –

1. আবেদনকারীকে যেকোনো এক স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যেকোনো ভাবে স্নাতক পাস করে থাকতে হবে।

2. কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে বিশেষ জ্ঞান বিশেষ করে MS OFFICE এর কাজ জানা থাকতে হবে। 

3. সঙ্গে মিনিটে 35 টি ওয়ার্ড টাইপ করার দক্ষতা থাকতে হবে আপনার


বয়সসীমা:

1. Group C পদের এই চাকরিতে আবেদন করতে গেলে আপনার ন্যুনতম বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ 25 বছর বয়সের প্রার্থীরা আবেদনের যোগ্য। 

2. SC/ST দের বয়সে 5 বছরের এবং OBC দের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হবে।


বেতনক্রম:

মাসিক উচ্চ বেতনে নিয়োগ করা হবে এই Group C কর্মীদের। মূলত মাসে 21,700-69,100 টাকা বেতন দেওয়া হবে নিয়োগ হওয়ার পর।




আবেদন প্রক্রিয়া: 

এই চাকরির জন্য আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে।

1. সবার প্রথমে ভালো করে অফিসিয়াল নোটিফিকেশন পড়ে নিতে হবে।

2. অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে নির্দিষ্ট লিংকে ক্লিক করতে হবে এবং সঙ্গে সঙ্গে আবেদনের পেজ টি খুলে যাবে।

3. তারপর নিজের যাবতীয় নানান তথ্যসমূহের সাহায্যে ভালো করে আপনাকে পূরণ করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশনটি।

4. এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি আপলোড করে দিতে হবে।

5. সবার শেষে আবেদন ফি জমা করার মাধ্যমে আবেদনটি শেষ করতে হবে। এবং আবেদনের পেজটি প্রিন্ট আউট করে নিজের সঙ্গে রেখে দিতে হবে।


আবেদন ফি: 

এই চাকরির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় আপনাকে 250 টাকা পেমেন্ট করতে হবে। SC/ST/PWD দের এক্ষেত্রে কোনো রকম আবেদন ফি দিতে হবে না।


নিয়োগ প্রক্রিয়া:

কয়েকটি ধাপের মধ্য দিয়ে প্রার্থী বাছাই করে নিয়োগপত্র প্রদান করা হবে।

সবার প্রথমে লিখিত পরীক্ষা নিয়ে ট্রেড টেস্ট এর জন্য ডাকা হবে। এরপর ইন্টারভিউয়ের মাধ্যমে পার্সোনালিটি টেস্ট করে ডকুমেন্ট ভেরিফিকেশন এর পর করা হবে নিয়োগ।



আবেদনের সময়সীমা: 

এই IIT KHARAGPUR এর Group C পদের চাকরির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী 16/03/2022 এর মধ্যে।



Official Notification: Click Here


Official Website: Click Here


Apply Online: Click Here


For More WB Govt Job: Click Here

Leave a comment