যত দিন যাচ্ছে মানুষ তাদের অর্থনৈতিক অবস্থা নিয়ে ততই ভাবুক এবং চিন্তাশীল হয়ে পড়ছেন। কথায় আছে, খাদ্য, বস্ত্র ও বাসস্থান হলো মানুষের তিনটি প্রধান মৌলিক চাহিদা। তবে এগুলি ঠিকভাবে পেতে গেলেও বর্তমানে টাকার গুরুত্বকে আমরা অস্বীকার করতে পারিনা। অনেক সময় আর্থিক সমৃদ্ধির জন্য নানান স্কিম তথা প্রকল্পের সন্ধান করেন মানুষ। টাকা মোটামুটি কমবেশি সবাই উপার্জন করেন কিন্তু সেটি ধরে রাখা কিংবা ঠিকভাবে ইনভেস্ট তথা বিনিয়োগ করার কৌশল খবু কম মানুষই জানেন। তাই তারা বাজারে উপলব্ধ নানান সরকারি কিংবা প্রাইভেট স্কিম এর সঙ্গে যুক্ত হন যেখানে কম টাকা বিনিয়োগ করেই বিরাট অঙ্কের আর্থিক রিটার্ন পাওয়া যায়।
যাইহোক, আজ সেরকমই এক জনকল্যাণমূলক স্কিম এর সম্পর্কে আলোচনা করা হবে যেটি মূলত ইন্ডিয়া পোস্ট তথা ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে জারি করা হয়েছে। এখানে খুবই স্বল্প বিনিয়োগে আপনি পাবেন অঢেল রিটার্ন।
পোস্ট অফিসের স্কিম সম্পর্কে বিস্তারিত: পোস্ট অফিসের তরফ থেকে আয়োজিত এই স্কিম এর নামকরণ করা হয়েছে সুমঙ্গল গ্রামীণ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স স্কিম। এর মধ্য দিয়ে একজন ব্যক্তি দিনে 100 টাকার কাছাকাছি তথা শুধু 95 টাকা জমে করে 10 লক্ষের ওপরে অর্থাৎ 14 লাখ টাকা অব্দি বানিয়ে নিতে পারেন।
আবেদন করতে যোগ্যতা: অভূতপূর্ব এই পোস্ট অফিসের স্কিম (Post Office Scheme 2022) এ আবেদন জানাতে পারেন আপনিও। এখানে আবেদনের ক্ষেত্রে ন্যুনতম বয়স হতে হবে 19 বছর। সর্বোচ্চ 45 বছরের ব্যক্তিরা আবেদন জানাতে পারবেন।
সব থেকে বড় কথা হলো আপনাকে ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে। সেক্ষেত্রে আপনি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হয়ে এখানে অবশ্যই এপ্লাই করে এর সুবিধা পেতে পারেন।
স্কিমের বিশেষ সুবিধা: প্রথমত এটি একটি এন্ডাওমেন্ট প্ল্যান। অর্থাৎ, আপনার যদি বার বার টাকার প্রয়োজন হয় তথা আপনি যদি ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ করতে চান তবে এটি আপনার জন্য একটি বিশেষ ফলপ্রসূ স্কিম। বিশেষভাবে উল্লেখ্য যে, বিমাকারী ব্যক্তি জীবিত থাকা অবস্থায় এখানে টাকা পান। সঙ্গে রয়েছে আরো বিশেষ বিশেষ সুযোগ সুবিধা।
কীভাবে পাবেন 14 লক্ষ টাকার ফান্ড: মনে করুন আপনার বয়স যখন 25 বছর তখন আপনি এই স্কিম শুরু করলেন। সেক্ষেত্রে 7 লক্ষ টাকার বীমা সহ 20 বছরের পলিসি প্ল্যান এ এপ্লাই করলেন। এখানে আপনাকে প্রতিদিন 100 টাকারও কম তথা 95 টাকা করে দিতে হবে।
এইভাবে মাসে দিলেন 2,850 টাকা। 3 মাসের জন্য দিতে হবে 8,550 টাকা। এবং 6 মাসের জন্য 17,100 টাকা। সেক্ষেত্রে আপনি যদি এখানে এভাবে বিনিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন তবে ম্যাচুরিটিতে আপনি সব মিলিয়ে প্রায় 14 লক্ষের মতো টাকা পাবেন।
যেভাবে আবেদন তথা এপ্লাই করবেন: আরো বিস্তারিত খুঁটিনাটি জেনে নিয়ে নিকটবর্তী তথা নিজস্ব পোস্ট অফিস কিংবা হেড পোস্ট ডিপার্টমেন্টে যোগাযোগ করতে পারেন। সেখান থেকে আপনাকে পূর্ণ তথ্য ও সহযোগীতা প্রদান করা হবে। এবং এখানেই আপনি এই স্কিম এর জন্য এপ্লাই জানাতে পারেন।
আপনি যদি ভবিষ্যতে এরকম আরো গুরুত্বপূর্ণ সরকারি কিংবা অন্যান্য স্কিমের খবরাখবর পেতে চান তবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনি সরকারি চাকরির জন্য প্রস্তুতি কিংবা অন্যান্য কাজের সন্ধানে থেকে থাকলে এটি আপনার জন্য সেরা ঠিকানা, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এ নিয়মিত ভিজিট করতে পারেন। এখানে বিভিন্ন চাকরি ও কাজের আপডেট দেওয়া হয়ে থাকে।
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE
OUR OFFICIAL WEBSITE: VISIT HERE