অবশেষে রাজ্যজুড়ে সরকারি চাকরি প্রার্থীদের জন্য জারি হলো এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি। এবার একই সঙ্গে নিয়োগ করা হবে বিভিন্ন পদে অসংখ্য কর্মী। আপনি রাজ্যের যেকোনো জেলা কিংবা শহর থেকে এখানে এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। নিয়োগের সব থেকে বড় বিশেষত্ব হলো এখানে রাজ্যের পুরুষ কিংবা মহিলা যেকোনো প্রার্থী সমানভাবে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এবং ন্যুনতম মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক যোগ্যতা থাকলেই এখানে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম:
সরকারি এই চাকরির নিয়োগ (Govt Job Recruitment 2022) এর মধ্য দিয়ে একই সঙ্গে নানান প্রকার পদে নেওয়া হচ্ছে কর্মী। এখানে বেশ কয়েক ধরনের সি পদে কর্মী নিয়োগ (Group-C Recruitment 2022) ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ (Group-D Recruitment 2022) করা হবে। সর্বোপরি এখানে লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ (Librarian Recruitment 2022) করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি এই সরকারি চাকরির নিয়োগে অংশগ্রহণ করতে চান তবে আপনাকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে। সেক্ষেত্রে উচ্চমাধ্যমিক কিংবা স্নাতক পাশ করে থাকলে আরো উচ্চ কিছু পদের জন্য আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা:
চাকরিতে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ন্যুনতম বয়স ধরা হয়েছে 18 বছর। এবং সর্বোচ্চ 32 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
কীভাবে আবেদন জানাবেন?
আপনি যদি এই সুবিশাল সরকারি নিয়োগের জন্য আবেদন জানাতে চান তবে নিম্নলিখিত কয়েকটি ধাপের মধ্য দিয়ে আপনাকে এখানে আবেদন জানাতে হবে,
1. সেক্ষেত্রে আপনি এখানে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করার মধ্য দিয়ে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
2. নিয়োগের আবেদনপত্র ডাউনলোড করে নিন সবার প্রথমে। এটি তারপর একটি সাদা A4 সাইজের পেপারে বের করে নিজের যাবতীয় সকল তথ্য দিয়ে পূরণ করুন।
3. সেক্ষেত্রে নিজের নাম, বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
4. সঙ্গে অবশ্যই মনে করে একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে।
5. তারপর নিজের যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে জুড়ে দিন।
6. সবার শেষে এগুলি সব একটি খামের মধ্যে ভরে তা একটি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. নিজের সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট যেমন,
3. মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট
4. উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট
5. স্নাতক পাশের সার্টিফিকেট
6. বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড
7. নিজের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
8. কোনো কাস্ট সার্টিফিকেট যদি থাকে
9. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
আবেদন পাঠানোর ঠিকানা:
Registrar General, National Green Tribunal, Principal Bench, Faridkot House, Copernicus Marg, New Delhi – 110001
আবেদনের সময়সীমা:
আগামী 25/07/2022 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন এখানে। সেক্ষেত্রে উক্ত ঠিকানায় আবেদনপত্রটি পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE WB GOVT JOB: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE