শুধুমাত্র Interview এর মাধ্যমে রাজ্যে DEO কর্মী নিয়োগ, শীঘ্রই আবেদন করুন | Data Entry Operator in West Bengal | WBHEALTH Recruitment

ফের আরও একবার ইন্টারভেউ এর মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য বিভাগে অসংখ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেল। আপনি যদি কম্পিউটার চালাতে দক্ষ হোন তবে রাজ্যের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। আপনার যাবতীয় তথ্য লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর্মে এবং তা খামে ভরে নিয়ে একদম ইন্টারভেউ এর দিন উপস্থিত হতে হবে। বিস্তারিত নীচে দেওয়া হলো- 

নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে 

পদ অনুযায়ী যাবতীয় বিবরণ 

CO-ORDINATOR

শূন্যপদ: মোট ৪টি শূন্যপদে করা হবে নিয়োগ। 

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই Post Graduate হতে হবে।

বয়স: প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। 

বেতন: মাসিক বেতন ৪৫,০০০ টাকা।

DATA ENTRY OPERATOR

শূন্যপদ: মোট ৪টি

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে Graduate হতে হবে।

বয়স: ২১ থেকে ৪০ বছর।

বেতন: ১৩,৫৬০ টাকা প্রতি মাসে। 

অন্যান্য যোগ্যতা: উভয় ক্ষেত্রেই Computer MS Word, MS Excel, MS Power Point, MS Access & Internet এ দক্ষ হতে হবে। 

আবেদন মূল্য: ১০০ টাকা এবং SC/ST/OBC এর দিতে হবে ৫০ টাকা। 

OFFICIAL NOTIFICATION: CLICK HERE 

OTHER JOB INFORMATION: CLICK HERE

Leave a comment