করোনা মহামারীর জেরে বিপর্যস্ত সবকিছুই। এর জেরে বেকার সমস্যাও বেড়ে চলেছে হুহু করে। একদিকে সরকারি চাকরির কোনো খোঁজ খবর নেয়, নিয়োগ স্থগিত আর অন্যদিকে পাওয়া কাজ হারিয়ে অনেক বেকার যুবক যুবতীরা ভুগছে হতাশায়।
ইতিমধ্যেই সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশেষ সুখবর। রাজ্যে মোট দশ হাজার কর্মী নিয়োগ করা হবে বিদ্যালয়গুলোতে। সরকারি মারফত এক সূত্রানুযায়ী গ্রুপ C, গ্রুপ D এবং লাইব্রেরিয়ান পদে হবে মূলত এই নিয়োগ প্রক্রিয়া। এবং জেলা বিদ্যালয় পরিদর্শকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী শূন্যপদ থাকছে মোটামুটি দশ হাজার এর মত।
কিন্তু কবে প্রকাশ পাবে অফিসিয়াল বিজ্ঞপ্তি। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী আগামী জুলাই মাসের প্রথম-দ্বিতীয় সপ্তাহের মধ্যেই পাবে বিজ্ঞপ্তি প্রকাশ। গ্রুপ সি ও গ্রুপ ডি তে শিক্ষাগত যোগ্যতা যথাক্রমে অষ্টম এবং দশম পাশ। মোটামুটি দুটি পর্যায়ে হবে নিয়োগ- প্রিলিমস এবং মেইনস। যাইহোক, বিস্তারিত জানা যাবে বিজ্ঞপ্তি জারি হওয়ার পর।