অবশেষে ডাক বিভাগে মাধ্যমিক পাশে নতুন গ্রুপ সি কর্মী নিয়োগ, বেতন 20,000 টাকা | Post Dept Group-C Recruitment 2023

ডাক বিভাগ তথা পোস্ট ডিপার্টমেন্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আপনারা যারা ভালো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য এটি হতে পারে একটি সুবর্ণ সুযোগ। ভারত তথা কেন্দ্র সরকার (Government of India) এর তত্ত্বাবধানে মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড আইটি এর অধীনে এবং পোস্ট বিভাগে (Department of Posts) নেওয়া হচ্ছে কর্মী। শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতায় দুর্দান্ত চাকরির সুযোগ হাতছাড়া না করতে এখনি জেনে নিন এর বিস্তারিত খুঁটিনাটি।

Post Office Recruitment 2023
আবেদন পদ্ধতি: পোস্ট তথা ডাক বিভাগের এই নিয়োগে অফলাইনের মাধ্যমে আবেদন জমা করে আবেদন জানাতে পারবেন। আসুন জেনে নিই বিস্তারিত আবেদন পদ্ধতি,
1. নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল আবেদনপত্র সংগ্রহ করবেন।
2. নিচে এর ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হলো, ডাউনলোড করে বের করে নিজের যাবতীয় তথ্য দিয়ে ভালো করে পূরণ করে নিন। 
3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট, স্ট্যাটাস ইত্যাদি নানান তথ্য দিতে হবে।
4. অবশ্যই নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে ফর্মের মধ্যে একটি সিগনেচার করে দিন।
5. সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: বিশেষ কয়েকটি ডকুমেন্ট নিয়োগে আবেদনের ক্ষেত্রে দরকার। এগুলি সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
3. সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
7. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
পদের নাম: আগেই বলা হয়েছে যে পোস্ট বিভাগের এই নিয়োগে গ্রুপ সি লেভেলের পদে নেওয়া হবে (Post Dept Group C Recruitment 2023)। সেক্ষেত্রে এখানে স্টাফ কার ড্রাইভার পদে নেওয়া হচ্ছে কর্মী।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করতে একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন।
প্রার্থীর বয়সসীমা: নিয়োগে আবেদনের ক্ষেত্রে আপনার ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। সর্বোচ্চ 27 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। 
বয়সে ছাড়: রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন: নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 19,900/- টাকা থেকে শুরু হচ্ছে। বেতন সর্বোচ্চ 63,200/- টাকা অব্দি হতে পারে।
আবেদনের সময়সীমা: আগামী 31/03/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে, সেখানেই আবেদনপত্র পেয়ে যাবেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: The Senior Manager (JAG), Mail Motor Service, No. 37, Greams Road, Chennai – 600006
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


OUR TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment