অবশেষে প্রাইমারি TET- এর মাধ্যমে শিক্ষক নিয়োগ! B.Ed প্রশিক্ষিতরাও আবেদনের যোগ্য

হতে চলেছে সুদীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য। যারা মূলত 2014 সালে টেট পরীক্ষায় পাশ করেছিল তাদের জন্য বিশেষ সুখবর। 23 নভেম্বর, 2020 বঙ্গের প্রাথমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয় এক বিজ্ঞপ্তি যেখানে বলা হয়েছে যে, যারা 2014 সালের টেট পরীক্ষায় পাশ করেছিল তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন তথা নথিপত্র যাচাইয়ের জন্য আহ্বান করা হয়েছে। শর্ত একটাই তাদের হতে হবে প্রশিক্ষিত।

আগামী 25 নভেম্বর, 2020 থেকে ডকুমেন্ট ভেরিফিকেশনে -এর জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা শুরু হবে এবং আবেদন করার শেষ তারিখ 1 ডিসেম্বর, 2020। প্রাইমারি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের তাদের অ্যাডমিট কার্ডের রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করে নিতে হবে প্রথমে, তারপর শর্ত ও রীতি অনুযায়ী করতে হবে অনলাইনে ফর্ম ফিলআপ।

কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক পদে নিয়োগের জন্য 16,500 টি শূন্যপদের কথা বলেছিলেন। কিন্তু একটা সংশয় দেখা গিয়েছে যে কোথায় নিয়োগ করা হবে এই শূন্যপদে, প্রাইমারি নাকি আপার প্রাইমারিতে। কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর মনে করা হচ্ছে যে 2014 সালের পাশ করা প্রার্থীদের নিয়োগ করা হতে পারে এই শূন্যপদ গুলিতে।

বিশেষ শর্ত
শুধু 2014 সালে টেট পাশ করলে হবে না। দুটি বিশেষ শর্ত বেধে দিয়েছে প্রাথমিক শিক্ষা বোর্ড যার মধ্যে যেকোনো একটি শর্ত পূরণ হলেই অনলাইনে ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণ প্রার্থীরা।
1. টেট পাশ করা প্রার্থীদের অবশ্যই টিচার ট্রেনিং কোর্স শেষ করতে হবে তথা D.El.Ed প্রশিক্ষিত হতে হবে। 
অথবা, 
2. NCTE -এর শর্ত অনুযায়ী টেট পাশ করা প্রার্থীদের স্নাতক স্তরে 50% নম্বর থাকার পাশাপাশি হতে হবে B.Ed প্রশিক্ষিত।

Leave a comment