আপনি কি Paytm ব্যবহার করেন? তবে ঘরে বসেই শুধু ২ মিনিটে পান ২ লাখ টাকার লোন
বর্তমানে এই ডিজিটাল যুগে Paytm ব্যবহার করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। যতই উন্নত হচ্ছে প্রযুক্তি, বাড়ছে মানুষের অনলাইনের মাধ্যমে টাকা আদান প্রদান করার পরিমাণ। আপনি যদি Paytm ব্যবহার করেন, এই খবরটি শুনে আপনি খুব খুশি হবেন।
আপনার কি লোনের প্রয়োজন? তবে Paytm দিতে চলছে আপনাকে লোন। হ্যাঁ ঠিকই শুনছেন। ঘরে বসে পাবেন লোন কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই। আপনাকে ছুটতে হবে না ব্যাংকে, নেই কোনো জটিল শর্তাবলী।
কোনো লোন নিতে হলে মূলত ব্যাংকে গিয়ে লাইন দাঁড়িয়ে বিশেষ কয়েকটি শর্ত পূরণ হলে মিলত লোন। সেখানে খাজনার চেয়ে বাজনা বেশি। কিন্তু Paytm -এর লোনের ক্ষেত্রে কোনো বিশেষ কঠিন নিয়ম বা শর্তাবলী নেই। কয়েকটি সাধারণ শর্ত যা অনলাইন -এর মাধ্যেমে পূরণ করে আপনার যোগ্যতা যাচাই হবে লোনের জন্য, তারপর আপনার ব্যাংকের পাসবুকে যথারীতি ঢুকে যাবে লোন।
আপনি যদি এই লোন নিতে চান তবে আপনাকে প্রথমে মোবাইলে Paytm অ্যাপ খুলে সেখানে নিজের লগইন আইডি দিয়ে লগইন করে করে নিতে হবে। তারপর সার্চ বারে গিয়ে লিখতে হবে Paytm Loan, এবং সেখান থেকেই কিছু রীতি অনুযায়ী আপনি পাবেন আপনার লোন। বিশেষ সূত্র অনুযায়ী ইতিমধ্যে Paytm -এর তরফ থেকে বেশ কয়েকশো গ্রাহককে প্রদান করা হয়েছে এই লোন এবং চলতি আর্থিক বছরের মধ্যেই আরও দশ লক্ষ গ্রাহককে এই লোনের সুবিধা প্রদান করা হবে।