আবার কবে হবে টেট? কবে রেজাল্ট? কত থাকবে এবারে পাশ মার্কস
দীর্ঘ টানাপোড়েনের পর এই বছরে অর্থাৎ 2021 সালে সংগঠিত হয় 2017 সালের টেট পরীক্ষা। প্রতীক্ষা কাকে বলে এটা হয়তো 2017 সালের টেট পরীক্ষার্থীরা ভালো বুঝবে। যাইহোক ভোটের প্রাক মুহূর্তে পরীক্ষা নেওয়া হলেও রেজাল্ট এখনও কবে বেরোবে এ নিয়ে সন্দেহ থেকেই যায়।
এক সূত্র মতে রেজাল্ট ভোটের পরে প্রকাশ পেতে পারে। কিন্তু কে এবার বাংলা শাসন করবে এবং তাদের আদৌ দয়া পড়বে কিনা এই শিক্ষিত বেকারদের ওপর সেটাই দেখার বিষয়।
অনেকেই নতুন করে প্রস্তুতি নিচ্ছে টেট দেওয়ার জন্য যারা এবার দিতে পারেনি। 2017 -এর টেট -এ বসার সুযোগ পায়নি অনেকেই, অর্থাৎ যারা 2018 -এর পরবর্তীতে D.El.Ed কোর্সে ভর্তি হয় এবং আরও অনেক B.Ed প্রার্থীরাও।
যাইহোক পুনরায় আবার টেট সংগঠিত হলে পরীক্ষা হবে আগের প্যাটার্ন মতোই, অর্থাৎ 150 মার্কস থাকছে। পাশ মার্ক নিয়ে অনেকের মনে এখনও অনেক প্রশ্ন আছে। সর্বনিম্ন পাশ মার্ক (WB Primary TET exam minimum marks for pass) থাকবে 90% অর্থাৎ 150 -এর মধ্যে 90। এটি মূলত জেনারেল প্রার্থীদের জন্য। এবং SC/ST/OBC প্রার্থীদের জন্য পাশ মার্কস ধার্য করা হয়েছে 55% অর্থাৎ 150 -এর মধ্যে 82.5 নম্বর। এবার দেখার বিষয় যে, ভোটের পরে কে আসছে বাংলার শাসনভার গ্রহণ করতে এবং আদৌ এ বছর টেট হবে কিনা।