রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক বিরাট বড় নিয়োগের খবর। আপনি যদি সরকারি চাকরির খোঁজ করে থাকেন ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতায় তবে একদম সঠিক জায়গায় এসেছেন। মূলত দেশের আয়কর বিভাগ (Income Tax Department, Government of India) এর পক্ষ থেকে Group-C এর বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। আপনি খুব সহজেই অফলাইনের মাধ্যমে এই চাকরির জন্য করতে পারবেন।
পদের নাম:
এখানে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল –
1.Multi-Tasking Staff
2.Income Tax Inspector
3.Tax Assistant
1. Multi-Tasking Staff (MTS)
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে আপনাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে।
বয়সসীমা: MTS পদে আবেদন করতে আপনার বয়স হতে হবে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে।
বেতনক্রম: MTS পদের চাকরি প্রার্থীদের সর্বোচ্চ 20,200 টাকা দেওয়া হবে প্রতি মাসে।
2.Income Tax Inspector
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করলেই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: এই পদে আবেদন করতে গেলে আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে।
বেতনক্রম: এই পদের কর্মীদের মাসে 9,300 – 34,800/- টাকা করে বেতন দেওয়া হবে।
3.Tax Assistant
শিক্ষাগত যোগ্যতা: আপনাকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস করতে হবে।
বয়স: প্রার্থীদের এই পদে আবেদনের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে।
বেতনক্রম: Tax Assistant পদের কর্মীদের মাসে 9,300 – 34,800/- টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:
Step 1: আবেদন করতে হবে শুধুমাত্র অফলাইনের মাধ্যমে।
Step 2: আবেদনপত্র টি ভালো করে পূরণ করতে হবে নিজের যাবতীয় নানান তথ্য দিয়ে।
Step 3: তারপর তার সঙ্গে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট জুড়ে দিতে হবে।
Step 4: সবার শেষে আবেদনপত্রটি একটি খাম এর মধ্যে ভরে তা স্পীড পোস্ট করে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায়।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
যেসব ডকুমেন্ট আপনাকে দিতে হবে আবেদনের সময় –
1.মাধ্যমিকের এডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসাবে
2. সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. পাসপোর্ট সাইজের রঙিন ফটো
4. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
5. আধার কার্ড কিংবা ভোটার কার্ড
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Additional Commissioner of Income Tax, Headquarters (Personnel & Establishment), Ist Floor, Room No. 14, Aayakar Bhawan, P-7, Chowringhee Square, Kolkata- 700069
আবেদনের সময়সীমা:
অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী 18/04/2022 তারিখের মধ্যে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
APPLICATION FORM: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE