ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন? তবে একদম সঠিক জায়গায় এসেছেন। এবার ইনকাম ট্যাক্স তথা আয়কর বিভাগে নেওয়া হচ্ছে কর্মী। এখানে ন্যুনতম মাধ্যমিক পাশ যোগ্যতার ভিত্তিতে প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এখানে একই সঙ্গে MTS তথা মাল্টি টাস্কিং স্টাফ, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সহ অন্যান্য পদে নেওয়া হচ্ছে কর্মী। আরো বিস্তারিত জানতে সঙ্গে থাকুন।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করে আবেদনপত্র জমা করুন।
1. নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে আবেদনপত্র সংগ্রহ করে নিন।
2. অফিসিয়াল নোটিফিকেশন এর মধ্যেই Annexure -II নামক ফর্মটি পাবেন যেটি বের করে নিতে হবে।
3. এটি এবার নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে যত্ন সহকারে পূরণ করে নিন।
4. নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।
5. রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন নিজের সঙ্গে সিগনেচার করে দেবেন নিজের।
6. সবার শেষে যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে যুক্ত করে তা নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট তারিখের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
পদের নাম – মাল্টি টাস্কিং স্টাফ
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। সর্বোচ্চ 25 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 18,000/- টাকা থেকে শুরু হচ্ছে। বেতন সর্বোচ্চ 56,900/- টাকা অব্দি হতে পারে।
পদের নাম – ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। সর্বোচ্চ 27 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 25,500/- টাকা। বেতন সর্বোচ্চ 81,100/- টাকা অব্দি হতে পারে।
পদের নাম – ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। সর্বোচ্চ 30 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 44,900/- টাকা। এই বেতন সর্বোচ্চ 1,42,400/- টাকা অব্দি হতে পারে।
আবেদন পাঠানোর ঠিকানা: Dy. Commissioner of Income Tax (Hq) (Admn), O/o the Principal Chief Commissioner of Income Tax, NWR, Aayakar Bhawan, Sector -17E, Chandigarh -160017
আবেদনের সময়সীমা: আগামী 17/03/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো, ডাউনলোড করে আরো বিস্তারিত জেনে নিন।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE