রাজ্যে এবার নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। মূলত স্বাস্থ্য বিভাগের তরফে নেওয়া হচ্ছে কর্মী। এখানে কর্ম বন্ধু পদে কর্মী নিয়োগ (WB Karmabandhu Recruitment 2023) করা হবে। নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে। আরো বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে রাজ্য স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে নেওয়া হচ্ছে কর্মী। সেক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম – কর্ম বন্ধু
যোগ্যতা ও বয়সসীমা: অফিসিয়াল নোটিফিকেশন এ প্রার্থীর যোগ্যতা ও বয়সসীমা সম্পর্কে সরাসরি কিছু বলা হয়নি। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যুনতম যোগ্যতা ও প্রাপ্ত বয়স্ক হলেই আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 3,000/- টাকা থেকে শুরু হবে এখানে।
আবেদন পদ্ধতি: আগের থেকে কোনো রকম আবেদন করার দরকার নেই। সরাসরি ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট করতে হবে।
1. সেক্ষেত্রে সবার প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে বের করে নিন।
2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে এই আবেদনপত্র পূরণ করে ফেলতে হবে আপনাকে।
3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ও মোবাইল নম্বর ইত্যাদি দেবেন।
4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে ফর্মের মধ্যে একটি সিগনেচার করবেন নিজের।
5. সবার শেষে এগুলি সব খামের ভেতর নিয়ে একেবারে ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ কেন্দ্রে এসে আবেদন করুন।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট করার সঙ্গে সঙ্গে ডাক পাবেন ইন্টারভিউয়ের জন্য। সেখানে প্রার্থীদের সাধারণ প্রশ্ন করণের মধ্য দিয়ে এবং পার্সোনালিটি দেখে সার্বিকভাবে যাচাই করে যোগ্য প্রার্থী বেছে কর্মী পদে নিযুক্ত করা হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
6. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
7. বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
ইন্টারভিউয়ের তারিখ ও সময়: আগামী 24 মার্চ, 2023 তারিখে ইন্টারভিউ সংঘটিত হচ্ছে। সকাল সাড়ে 10 টা এর মধ্যে ইন্টারভিউ ক্ষেত্রে উপস্থিত হতে হবে আপনাকে।
ইন্টারভিউয়ের স্থান: Office of the Chief Medical Officer of Health, Zilla Swasthya Bhawan, Raghunathpur, Jhargram, PIN – 721507
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE