চাকরি প্রার্থীদের জন্য বিশেষ নিয়োগের সুখবর। এবার রাজ্যে বিডিও অফিসের তরফে জারি হলো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এক্ষেত্রে এখানে অ্যাকাউন্ট্যান্ট তথা হিসাবরক্ষক পদে নেওয়া হবে কর্মী। নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এখানে কোনো রকম পরীক্ষা নেওয়া হচ্ছে না নিয়োগের ক্ষেত্রে। প্রার্থীদের একেবারে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী পদে নিযুক্ত করে দেওয়া হবে। আরো বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন।
নিয়োগকারী সংস্থা ও পদের নাম: রাজ্যের জেলা লেভেলে বিডিও অফিসের তরফে এই এর বিজ্ঞপ্তি জারি হলো। সেক্ষেত্রে MDM প্রোগ্রাম এর অধীনে এসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে নেওয়া হবে কর্মী।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে। সেক্ষেত্রে কয়েকটি ধাপ অনুসরন করুন।
1. নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সবার প্রথমে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করে নিন।
2. আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম এর ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হলো নিচে, ডাউনলোড করে বের করে নেবেন।
3. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে পূরণ করে ফেলুন এটি।
4. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
5. রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে ফর্মের মধ্যে একটি সিগনেচার করে দিন নিজের।
6. সবার শেষে যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে যুক্ত করে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
6. বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
7. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে পদ সম্পর্কিত বিশেষ যোগ্যতা সঙ্গে কর্ম অভিজ্ঞতা থাকা দরকার। এক্ষেত্রে সরকারি রিটায়ার্ড কর্মীদের নিয়োগে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ক্ষেত্রে তেমন কোনো বাঁধা সীমা নেই। সর্বোচ্চ 63 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: মাসে উচ্চ হারে বেতন দেওয়া হবে কর্মীদের। সেক্ষেত্রে নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 11,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: আগেই বলা হয়েছে যে, কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা নেওয়া হচ্ছে না। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করে দেওয়া হবে।
আবেদনের সময়সীমা: আগামী 13/03/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে উপরের দেওয়া আবেদন পদ্ধতি ভালো করে অনুসরন করুন।
ইন্টারভিউয়ের তারিখ ও সময়: আগামী 14/03/2023 তারিখে ইন্টারভিউ সংঘটিত হচ্ছে। সেক্ষেত্রে সকাল 11 টা এর আগে সবাইকে ইন্টারভিউ কেন্দ্রে গিয়ে উপস্থিত হতে হবে।
আবেদন/ ইন্টারভিউয়ের ঠিকানা: Office of the Block Development Officer (BDO), Khatra Development Block, Bankura
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এইরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE