পশ্চিমবঙ্গের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য একটি দুর্দান্ত নিয়োগের খবর নিয়ে আসা হলো। রাজ্যে আবার নতুন করে নিয়োগ হতে চলেছে ক্লার্ক ও গ্রুপ-সি কর্মী। রাজ্যের বাসিন্দা হলেই এই চাকরির নিয়োগে অংশগ্রহণ করা যাবে। নারী কিংবা পুরুষ যেকেউ আবেদন করতে পারেন এখানে। সব থেকে বড় কথা হলো, নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার লিখিত পরীক্ষা নেওয়া হবে না। অর্থাৎ সরাসরি ইন্টারভিউ (Walk-In-Interview) এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। নিচে নিয়োগ তথা আবেদনের বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হলো, দেখে আবেদন করতে পারবেন।
নিয়োগ ক্ষেত্র:
রাজ্যের জেলা ডি.এম. অফিসে মূলত এই নিয়োগ হতে চলেছে। সেখানে বিভিন্ন কাজের জন্য প্রয়োজন পড়ে অসংখ্য কর্মীর। এর আগেও কর্মী নিয়োগ হয়েছিল। এবার ফের কর্মী নেওয়া হচ্ছে রাজ্য সরকারের তত্ত্বাবধানে।
পদের নাম:
এখানে প্রধান দু প্রকার পদে কর্মী নেওয়া হবে। প্রথমত, গ্রুপ সি ক্লার্ক (Group-C Clerk Recruitment 2022) পদে এবং আরেক প্রকার পদের নাম হলো গ্রুপ সি ডেটা এন্ট্রি অপারেটর (DEO Recruitment 2022)।
কীভাবে নিয়োগ করা হবে?
এখানে কর্মী নিয়োগ এর ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মধ্য দিয়ে প্রার্থী বাছাই করে কর্মী নিয়োগ করা হবে। অর্থাৎ আবেদনকারীদের সরাসরি একদম ইন্টারভিউ ক্ষেত্রে অংশগ্রহণ করতে হবে ইন্টারভিউতে, সেখান থেকেই বাকি সব প্রক্রিয়া সম্পন্ন হবে।
কীভাবে আবেদন করবেন?
আলাদা ভাবে আবেদন করতে হবে না আপনাকে এই নিয়োগের ক্ষেত্রে। একেবারে ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ কেন্দ্রে নিজের যাবতীয় সব ডকুমেন্ট সঙ্গে একটি বায়ো ডাটা বানিয়ে নিয়ে যাবেন। এখানেই আপনাকে এন্ট্রি করে ইন্টারভিউ এর জন্য অংশগ্রহণ করতে হবে।
যে যে ডকুমেন্ট নিয়ে যাবেন:
ইন্টারভিউ তে যাওয়ার সময় আপনাকে যেসব ডকুমেন্ট নিয়ে যেতে হবে-
2. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসাবে
2. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. নিজের রঙিন পাসপোর্ট ফটো
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. ভোটার কিংবা আঁধার কার্ড
6. আবেদনপত্র এর ফরম্যাট পূরণ করে নিয়ে যাবেন
7. একটি Bio Data
প্রতিটি ডকুমেন্ট এর অরিজিনাল ও জেরক্স কপি সঙ্গে নিয়ে যেতে হবে।
ইন্টারভিউয়ের দিন ও সময়:
ইন্টারভিউ শুরু হবে আগামী 27/04/2022 তারিখে সকাল 11 টা থেকে। আপনাকে এর আগেই ইন্টারভিউ কেন্দ্রে গিয়ে উপস্থিত হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
গ্রুপ সি ক্লার্ক ও ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে আপনাকে অবশ্যই একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হতে হবে। সঙ্গে কম্পিউটারের যাবতীয় সাধারণ কাজ সম্পর্কে অবগত হতে হবে।
প্রার্থীর বয়সসীমা:
এখানে আবেদন করতে পারবেন মোটামুটি যেকোনো বয়সের প্রার্থীরা। শুধু খেয়াল রাখতে হবে আবেদনকারীদের বয়স যাতে 64 বছরের নিচে হয়।
নিচে নিয়োগ ও আবেদনের আরও বিস্তারিত খুঁটিনাটি জানতে অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE WB GOVT JOB: CLICK HERE
ভবিষ্যতে চাকরি ও নিয়োগের আরও খবরাখবর ও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এর সঙ্গে যুক্ত থাকুন।