দক্ষিণ-পূর্ব রেলে জারি হলো নিয়োগের বিজ্ঞপ্তি (SER Recruitment 2022)। ন্যুনতম উচ্চমাধ্যমিক যোগ্যতায় করতে পারবেন আবেদন। আপনি যদি সরকারি চাকরির খোঁজে থাকেন এবং ভরতীয় রেল বিভাগে (Indian Railway Recruitment 2022) চাকরি করতে ইচ্ছুক হন তবে আপনার জন্য দরুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি এটি। মূলত বিভিন্ন গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ করা হবে। দেশ তথা রাজ্যের যেকোনো জেলা থেকে করতে পারবেন আবেদন। নিচে বিস্তারিত দেওয়া হলো-
নিয়োগকারী সংস্থা: South Eastern Railway তথা দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে করা হবে এই নিয়োগ।
পদের নাম: ক্রীড়া বিভাগে বিভিন্ন Group-C পদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদ: সর্বমোট 21 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে আবেদনকারীর ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ। বেশ কিছু পদের জন্য স্নাতক পাশ প্রয়োজন।
বয়সসীমা: SER Recruitment 2022 এর আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে।
আবেদন প্রক্রিয়া: Indian Railways এর Official Website এ গিয়ে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন।
নিয়োগ প্রক্রিয়া: ক্রীড়া বিভাগে যোগ্যতা দেখে এবং শিক্ষাগত যোগ্যতার বিভিন্ন সার্টিফিকেট যাচাই করে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের সময়সীমা: আগামী 02/02/2022 এবং 11/02/2022 এর মধ্যে আবেদন করতে হবে।
Official Notification: Click Here
Official Website To Apply Online: ser.indianrailways.gov.in