এক নজরে দেখে নিন একুশের বিধানসভা নির্বাচনের BJP -এর প্রার্থী তালিকা
খবর সম্প্রীতি, ডিজিটাল ডেস্ক: বাংলার বিধানসভা নির্বাচন এখন দোরগোড়ায়। কোথা থেকে কাকে এবার প্রার্থী ঘোষণা করা হবে, জল্পনার শেষ ছিল না তা নিয়ে। ইতিমধ্যে তৃণমূল প্রায় সব গুলো পদে প্রার্থী ঘোষণা করেছে, দেখা গিয়েছে নয়া মুখ। এবার জল্পনার অবসান ঘটিয়ে পদপ্রার্থী প্রকাশ করেছে বিজেপি। আপাতত ২ দফায় প্রার্থী ঘোষণা করেছে বিজেপি।
এক নজরে দেখে নেওয়া যাক প্রার্থী তালিকা।
মহিষআদল- বিশ্বনাথ বন্দোপাধ্যায়
ডেবরা – ভারতী ঘোষ
নারায়ণগড় – রামপ্রসাদ গিরি
সবং – অমূল্য মাইতি
দাসপুর – প্রসন্ন বেরা।
মেদিনীপুর – সম্বিত দাস।
শালবনি – রাজীব কুন্ডু
গড়বেতা -মদন রুইদাস
খড়গপুর – তপন ভুঁইয়া
বীনপুর – পালন সরেন
তালদ্যাংরা- শ্যামল কুমার সরকার
জয়পুর – নরহরি মাহাতো
দাঁতন- শক্তিপদ নায়েক
কেশিয়ারি – সোনালি মুর্মু
ঝাড়গ্রাম – সুখময় শতপতী
পুরুলিয়া – সুদীপ মুখার্জী
রঘুনাথপুর- বিবেকানন্দ বাউরি গোপী
বল্লভ পুর – সঞ্জিত মাহাতো
বলরামপুর – বানেশ্বর
মাহাতো মানবাজার – গৌরী সিং মাহাতো
ময়না- অশোক দিন্দা
হলদিয়া- তাপসী মণ্ডল
খেজুরি- শান্তনু প্রামাণিক
কাকদ্বীপ – দীপঙ্কর জানা
পাশকুঁড়া – দেবব্রত পটটনায়ক
মাথার ওপর মোদির ব্রিগেড। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর এই প্রথম বাংলায় পা ফেলবেন নমো। এক সূত্র মারফত জানা গিয়েছিল, ব্রিগেড শেষে প্রকাশ পাবে তালিকা, যাতে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। যায় হোক সব জল্পনা উড়িয়ে দিয়ে নানান টানাপোড়েনের পর প্রকাশ পেলো তালিকা, তবে প্রথম ২ দফার। বাকি প্রার্থী তালিকা কবে প্রকাশিত হবে, তা সময়ের অপেক্ষা।