কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (KMC) এর পক্ষ থেকে রাজ্যে শূন্যপদে নিয়োগের এক দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হয়ে থাকেন এবং সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে খবরটি শুধু আপনার জন্য। কোনো রকম আবেদন ফি ছাড়াই রাজ্যের যেকোনো প্রান্ত থেকে যেকেউ তথা নারী-পুরুষ নির্বিশেষে সবাই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত খুঁটিনাটি নিচে দেওয়া হলো, দেখে নিতে পারেন।
নিয়োগকারী সংস্থা:
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন / Kolkata Municipal Corporation তথা KMC এর তরফ থেকে এই নিয়োগ করা হবে।
পদের নাম:
Kolkata Municipal Corporation তথা KMC এর পক্ষ থেকে মূলত নিম্নলিখিত পদে কর্মী নিয়োগ করা হবে।
- সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল / Software Support Personnel (SSP)
শিক্ষাগত যোগ্যতা:
PGDCA/B.Sc (Computer Science)/ BCA/ DOEACC এদের মধ্যে যেকোনো একটি ডিগ্রি করা থাকতে হবে।
বেতনক্রম:
মাসে 18000 টাকা বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:
Kolkata Municipal Corporation তথা KMC এর চাকরিতে আবেদন করতে অনলাইন এ E-Mail এর মাধ্যমে। এক্ষেত্রে আবেদনকারীকে ইমেলের মাধ্যমে নিজের শিক্ষাগত যোগ্যতার সব রকম মার্কশিট, আবেদনপত্র ইত্যাদি জমা করে আবেদন করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট দেবেন:
- মাধ্যমিকের মার্কশিট
- উচ্চমাধ্যমিকের মার্কশিট
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- বয়সের প্রমাণস্বরূপ মাধ্যমিকের এডমিট
- নিজের CV তথা BIO DATA
- নিজের রঙিন পাসপোর্ট ফটো
E-Mail ঠিকানা:
যে ইমেলে আবেদনপত্র পাঠাবেন সেটি নিচে দেওয়া হলো-
নিয়োগ প্রক্রিয়া:
- আবেদনকারীদের ডকুমেন্ট ভালো করে যাচাই করে শর্টলিস্টিং এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
- তারপর তাদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদনের সময়সীমা:
Kolkata Municipal Corporation তথা KMC এর Official Notification প্রকাশ পাওয়ার 21 দিনের মধ্যে চাকরির জন্য আবেদন করা যাবে।
Official Notification: Click Here
Official Website: kmcgov.in
পশ্চিমবঙ্গের আরো অন্যান্য সরকারি চাকরির খবর পেতে: এখানে ক্লিক করুন