জারি হয়েছে বনদপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি! এখনি দেখে নিন বিস্তারিত
চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশেষ সুখবর। নিয়োগ হতে চলেছে বন দফতরের অধীনে একাধিক শূন্যপদে। মূলত কেন্দ্র সরকার কর্তৃক হবে নিয়োগ প্রক্রিয়া। নিম্নে বিস্তারিত দেওয়া হলো
নিয়োগকারী সংস্থা: FSI( Forest Survey of India)
পদের নাম: টেকনিক্যাল অ্যাসোসিয়েট
চাকরির স্থান: সারা ভারত
শিক্ষাগত যোগ্যতা:
স্নাতকোত্তর ডিগ্রি ( মূলত বিজ্ঞানের যেকোনো বিষয়ে)
অথবা,
ভূগোল বিষয়ে M.A.
অথবা,
IT তে B. Tech ও CS
যোগ্যতা এর বিষয়ে আরও জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
বয়সসীমা: বয়স ৩০ বছরের বেশি হলে হবে না।
বেতন: 31,000 টাকা প্রতি মাসে
আবেদনের সময়সীমা: ১৯ মার্চ, ২০২১ পর্যন্ত আবেদন করতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট: http://www.fsi.nic.in