জেলা তথ্য ও সাংস্কৃতিক অফিসার অফিসে ক্লার্ক নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি | DICO Office Recruitment 2023

পশ্চিমবঙ্গে জেলা লেভেলে জেলা তথ্য ও সাংস্কৃতিক অফিসার অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং ভালো চাকরির সন্ধান করবেন। তাদের জন্য সুবর্ণ সুযোগ এটি। খুবই সহজে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন এখানে। বিস্তারিত বিবরণ নিম্নরূপ, জানতে সঙ্গে থাকুন।

DICO Office Recruitment 2023
নিয়োগকারী সংস্থা: Office of the District Information and Cultural Officer (DICO) তথা জেলা তথ্য ও সাংস্কৃতিক অফিসারের অফিসে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম: এই DICO Office -এ মূলত আপার ডিভিশন ক্লার্ক তথা UDC পদে কর্মী নিয়োগ করা হবে।
মাসিক বেতন: মাসে মোটামুটি ভালো অঙ্কের টাকা বেতন প্রদান করা হবে। সেক্ষেত্রে নিয়োগের পর পর 12,000/- টাকা থেকে বেতন শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে পারবেন। নিচে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম এর ডাইরেক্ট লিংক দেওয়া হয়েছে।
1. আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে সাদা A4 সাইজের পেপারে বের করে নিন।
2. নিজের যাবতীয় গুরুত্বপূর্ণ সকল প্রকার তথ্য দিয়ে আবেদনপত্রটি ভালো করে পূরণ করবেন।
3. এক্ষেত্রে নিজের নাম, বাবার নাম, ঠিকানা, জন্মতারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিভিন্ন তথ্য দিন।
4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন। সঙ্গে একটি সিগনেচার করে দিন ফর্মের মধ্যে।
5. সবার শেষে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. কোনো ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
6. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
আবেদনের সময়সীমা: আগামী 10 আগস্ট, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া হয়েছে, ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


OUR TELEGRAM CHANNEL: JOIN HERE

Leave a comment