ডিম খেতে কে না পছন্দ করে? প্রায় সবার প্রিয় ডিম। খুব সহজেই কম সময়ের মধ্যেই নানান পদ্ধতিতে ডিম রান্না করে খাওয়া যায়। কিন্তু ডিমের খোসা আমরা মূলত ফেলে দিয়ে থাকি। এর যত গুণাগুণ যদি তা জানেন তবে আজ থেকে আপনি আর ফেলবেন না ডিমের খোসা।
১. খুবই কার্যকরী এবং উপকারী জিনিস হলো এই ডিমের খোসা। রূপচর্চা থেকে শুরু করে আপনার গৃহস্থালির নানান কাজে আপনি ব্যবহার করতে পারেন এটি।
২. কফি কম বেশি সবাই খান। এই কফির তেঁতো ভাব কমাতে বা কাটাতে চাইলে আপনি ডিমের খোসা গুঁড়ো করে মিশিয়ে নিতে পারেন কফিতে।
৩. আপনার বাগানে যদি প্রিয় গাছ গুলিতে পোকার উপদ্রব বেড়ে যায় তবে গাছের গোঁড়াতে ডিমের খোসা গুড়ো করে ছড়িয়ে দিন। আর আসবে না পোকা। সঙ্গে ডিমের খোসায় থাকা ক্যালসিয়াম আপনার গাছেদের স্বাস্থ্য বাড়াতে সাহায্য করবে।
৪. আপনি কী উজ্জ্বল এবং চকচকে ত্বক পেতে চান? তবে আপনাকে ডিমের সাদা অংশের সঙ্গে দুটি ডিমের খোসা ভালো করে গুঁড়ো করে মিশিয়ে নিতে হবে। তারপর এই মিশ্রণ ভালো করে মুখে ১৫ মিনিটের জন্য লাগিয়ে রেখে গরম জল দিয়ে তা ধুয়ে নিতে হবে। সপ্তাহে দুবার লাগান এবং নিজের চোখে দেখবেন জাদু।
৫. আপনার গৃহস্থালির বাসনের পোড়া দাগ, তেল বা ময়লা সহজে দূর করতে ব্যবহার করুন ডিমের খোসা।
এছাড়াও আরও নানান কাজে ব্যবহার করা যায় ডিমের খোসা। কিন্তু আমরা এর গুরুত্ব না বুঝেই তা ফেলে দিই। তাই এর সঠিক ব্যবহার করা উচিত আমাদের।