তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে মাধ্যমিক পাশে অসংখ্য নিয়োগ, বেতন 18,000/- টাকা | Information-Broadcasting Recruitment

সমস্ত চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। এবার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জারি হলো নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে নেওয়া হবে কর্মী। ন্যুনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকলে এটি হতে পারে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। সেক্ষেত্রে যেকোনো প্রান্ত থেকে যেকেউ এখানে আবেদন জানাতে পারেন। বিস্তারিত বিবরন নিম্নরূপ, জানতে আমাদের সঙ্গে থাকুন।

Information Broadcasting Recruitment
নিয়োগকারী সংস্থা: তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তত্ত্বাবধানে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে BECIL এর পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হবে। 
পদের নাম: তথ্য ও সম্প্রচার দপ্তরের এই নিয়োগে একই সঙ্গে প্রধান দু ধরনের পদে কর্মী নেওয়া হবে। যথা, পেশেন্ট কেয়ার অ্যাটেনডেন্ট এবং পেশেন্ট কেয়ার কো-অর্ডিনেটর।
শিক্ষাগত যোগ্যতা: পেশেন্ট কেয়ার অ্যাটেনডেন্ট পদে আবেদন জানাতে গেলে আপনাকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট পদে বিশেষ যোগ্যতা ও দক্ষতা থাকা দরকার।
অন্যদিকে, পেশেন্ট কেয়ার কো-অর্ডিনেটর পদে আবেদন জানাতে গেলে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্ম অভিজ্ঞতা থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: সেভাবে বয়সসীমা উল্লেখ করা হয়নি অফিসিয়াল নোটিফিকেশনে। এক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক হলে এবং উপরোক্ত শিক্ষাগত যোগ্যতার অধিকারী হলেই আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: পেশেন্ট কেয়ার অ্যাটেনডেন্ট পদের ক্ষেত্রে মাসিক বেতন 17,498/- টাকা। এবং পেশেন্ট কেয়ার কো-অর্ডিনেটর পদের ক্ষেত্রে মাসিক বেতন 18,462/- টাকা থেকে শুরু হচ্ছে।
কীভাবে আবেদন করবেন: আবেদন জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে। সেক্ষেত্রে সবার প্রথমে নিচে দেওয়া অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।
1. নতুন আবেদন জানালে New Registration এ ক্লিক করুন এবং নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করে নিন।
2. ADVERTISEMENT NO সিলেক্ট করে নিন। নিজের নাম, বাবার নাম, জন্মতারিখ, ইমেল, মোবাইল নম্বর আধার নম্বর, প্যান নম্বর, ক্যাটাগরি, ধর্ম, জেন্ডার, ঠিকানা ইত্যাদি তথ্য দেবেন।
3. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি ডকুমেন্ট আপলোড করতে বললে এক এক করে আপলোড করে দিন।
4. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
আবেদনের সময়সীমা: আগামী 06/06/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন অনলাইন আবেদন এর লিঙ্ক দেওয়া হলো।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


APPLY ONLINE: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment