ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ তথা National Highway Authority of India (NHAI) এর তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে যারা অনেক পড়াশোনা করার পর দীর্ঘ দিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ হতে পারে। মাসিক মোটা অঙ্কের টাকার এই সুউচ্চ বেতন এর চাকরিতে আপনিও চাইলে খুব সহজেই আবেদন জানাতে পারবেন। বিস্তারিত বিবরন নিম্নরূপ।
পদ – ডেপুটি ম্যানেজার
শিক্ষাগত যোগ্যতা: মূলত এই ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) পদে আবেদনের জন্য আপনাকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: আবেদনকারী প্রার্থীর বয়স এর ঊর্ধ্বসীমা 30 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: মাসে সুউচ্চ হারে বেতন প্রদান করা হবে কর্মীদের। সেক্ষেত্রে নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বোচ্চ 39,100/- টাকা অব্দি হতে পারে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে বিস্তারিত ধাপ উল্লেখ করা হয়েছে।
1. সবার প্রথমে নিচে দেওয়া নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করে অনলাইন রেজিষ্ট্রেশন করতে হবে।
2. অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে আপনার পুরো নাম, বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি প্রয়োজন পড়বে।
3. অনলাইন ফর্ম ফিলাপ এর ক্ষেত্রে অবশ্যই নিজের জন্মতারিখ, বয়স, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিভাবকের নাম ইত্যাদি তথ্য দেবেন।
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ও অন্যান্য বিভিন্ন ডকুমেন্ট আপলোড করতে বললে এক এক করে আপলোড করে দিন।
5. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের এর ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই রাখবেন,
1. নিজের জন্মতারিখ তথা বয়সের প্রমাণপত্র
2. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
5. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ও কাস্ট সার্টিফিকেট যদি থাকে
আবেদনের সময়সীমা: আগামী 30/06/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদন এর লিঙ্ক দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
APPLY ONLINE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে চাইলে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে।
TELEGRAM CHANNEL: JOIN HERE