পশ্চিমবঙ্গ রাজ্যের এক পৌরসভা থেকে দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় করা যাবে আবেদন। আবেদন করতে কোনো আবেদন ফি লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করার সুযোগ রয়েছে। তাই আর দেরি না করে এখনই আবেদনের খুঁটিনাটি দেখে নিন।
পদের নামঃ HHW পদে নিয়োগ করা হবে অসংখ্য কর্মী।
শূন্যপদের সংখ্যাঃ সর্বমোট ৪৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ এই পদে আবেদন করতে প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস।
বয়সঃ প্রার্থীর বয়স হতে হবে ৩০-৪০ এর মধ্যে। তবে SC/ST দের বয়স ২২-৪০ এর মধ্যে হলেও চলবে।
আবেদন ফিঃ এখানে আবেদন করার জন্য প্রার্থীকে কোনো রকম আবেদন ফি দিতে হবে না।
বেতনঃ বেতন হবে ৪৫০০ টাকা প্রতি মাসে। সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে।
আবেদন পদ্ধতিঃ আবেদন করতে হবে মূলত অফলাইন পদ্ধতির মাধ্যমে। প্রথমে আবেদন পত্রটি ভালো করে লিখে অর্থাৎ আবেদন পত্রে প্রার্থীকে নিজের যাবতীয় তথ্যাদি দিয়ে তা পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
আবেদন পত্রে যেসব তথ্যাদি দিতে হবে-
- নিজের নাম
- অভিভাবকের নাম
- ঠিকানা সঙ্গে বাসস্থানের প্রমাণপত্র
- মোবাইল নম্বর
- ই-মেল অ্যাডরেস (যদি থাকে)
- জন্ম তারিখ সঙ্গে প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
- কাস্ট সার্টিফিকেট এর তথ্য
- বয়স
- বৈবাহিক অবস্থা (বিবাহিত কিংবা অবিবাহিত)
- লিঙ্গ (পুরুষ কিংবা মহিলা)
- ধর্ম
- শিক্ষাগত যোগ্যতার তথ্য সঙ্গে শিক্ষাগত যোগ্যতার একটি প্রমানপত্র দিতে হবে। (Self-Attested)
- প্রার্থীকে নিজের এক কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে
- একটি সিগনেচার করে দিতে হবে
আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ KHARDAH MUNICIPALITY OFFICE, 21, BT ROAD, KHARDAH, KOLKATA, PIN- 700118
নিয়োগ পদ্ধতিঃ মূলত ইন্টারভিউ তথা মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদন করার সময়সীমাঃ আবেদন পাঠাতে পারবেন আগামী ১০/১২/২০২১ এর মধ্যে।
অফিশিয়াল নোটিফিকেশন ও আবেদনপত্র পেতেঃ এখানে ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইটে যেতেঃ এখানে ক্লিক করুন
আরও অন্যান্য সরকারি চাকরির খবর দেখতেঃ এখানে ক্লিক করুন