সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিরাট এক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। আপনি যদি সরকারি চাকরির খোঁজ করে থাকেন তবে একদম সঠিক জায়গায় এসেছেন। রাজ্যের এক শিক্ষা কেন্দ্রে গ্রূপ-ডি (Group-D) কর্মী নিয়োগ করা হবে। ন্যূনতম অষ্টম শ্রেণী পাশে রাজ্যের যেকোনো প্রান্ত থেকে যেকেউ এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। সবথেকে বড়ো কথা হলো, এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। নিচে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি দেওয়া হলো।
পদের নাম: এখানে মূলত গ্রূপ-ডি পদে কর্মী নিয়োগ করা হবে। আপাতত যে গ্রূপ-ডি পদে কর্মী নিয়োগ করার কথা এখানে বলা হয়েছে সেটি হলো লেডি এটেনডেন্ট। পরবর্তীতে আরো নানান গ্রূপ-ডি পদে কর্মী নিয়োগ করা হতে পারে।
শিক্ষাগত যোগ্যতা: এই Group-D পদে কর্মী নিয়োগ এর ক্ষেত্রে যেকোনো যোগ্যতায় আবেদন করা যাবে। মূলত ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় যেকোনো প্রার্থী আবেদনের যোগ্য। তবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক কিংবা স্নাতক পাস রাও এখানে অনায়াসে আবেদন করতে পারবেন।
বয়সসীমা: Group-D পদের এই চাকরিতে আবেদন করতে আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে 18 বছর এবং বয়সের উর্দ্ধসীমা হতে হবে 40 বছর।
আবেদন প্রক্রিয়া: অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করার মাধ্যমে অতি সহজেই আবেদন করতে পারবেন।
- আবেদনাকারীদের সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র তথা Application Format টি ডাউনলোড করে নিতে হবে যার লিংক নিচে দেওয়া হবে।
- ফর্ম টিকে নিজের যাবতীয় নানান তথ্যাদি দিয়ে ভালো করে পূরণ করতে হবে।
- তারপর আবেদনপত্রের সঙ্গে কিছু যাবতীয় ডকুমেন্ট জুড়ে দিতে হবে।
- সবার শেষে আবেদনপত্রটি নিয়ে একেবারে ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ কেন্দ্রে হাজির হতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট জেরক্স ও সেলফ এটাস্টেড করে দিতে হবে সেগুলি হলো-
- বয়সের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- ভোটার কিংবা আধার বা রেশন কার্ড
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- নিজের রঙিন পাসপোর্ট ফটো
ইন্টারভিয়ের দিনক্ষণ ও সময়: আগামী 06/03/2022 তারিখে সকাল 11:30 থেকে Walk-In-Interview শুরু হবে। প্রার্থীকে অবশ্যই সকাল 9:30 থেকে 11:30 এর মধ্যে ইন্টারভিউ কেন্দ্রে এসে হাজির হতে হবে।
Application Form: Click Here
Official Website: Click Here
এরকম আরো চাকরির আপডেট পেতে-