পশ্চিমবঙ্গে অডিট বিভাগে উচ্চ বেতনে কর্মী নিয়োগ, যেকোনো জেলা থেকে আবেদন | WB Govt Job Recruitment 2022

রাজ্যের সমগ্র সরকারি চাকরি প্রার্থীদের জন্য এক দুর্দান্ত নিয়োগের সুখবর। আপনি কি একজন সরকারি চাকরি প্রার্থী? দীর্ঘদিন যাবৎ অনেক পড়াশোনা করার পর ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন? তবে একদম সঠিক জায়গায় এসেছেন। রাজ্যে এবার অডিট এবং অ্যাকাউন্টস সার্ভিস বিভাগে নেওয়া হচ্ছে কর্মী। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত এই কর্মী নিয়োগের চাকরিতে আপনি রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে আবেদন জানাতে পারবেন। মাসিক উচ্চ বেতনে কর্মীদের নিযুক্ত করা হবে এখানে। তবে আসুন আর দেরি না করে জেনে নিই এই নিয়োগ তথা আবেদন এর বিস্তারিত খুঁটিনাটি।

WB Govt Jobs 2022
নিয়োগকারী সংস্থা ও পদের নাম: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তথা WBPSC এর তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পিএসসি এর অধীনে অডিট তথা একাউন্টস বিভাগে নেওয়া হবে কর্মী।
 
আবেদন পদ্ধতি: রাজ্যের এই সরকারি চাকরির নিয়োগ (WB Govt Job Recruitment 2022) এর জন্য অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।
1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন রেজিস্ট্রেশন এর লিংকে ক্লিক করুন।
2. নিজের যাবতীয় কিছু প্রাথমিক তথ্য দিয়ে এখানে অনলাইন রেজিস্ট্রেশন করে নিতে হবে।
3. সেক্ষেত্রে নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি, নিজের নাম, জন্মতারিখ, জেন্ডার, বাবার নাম, মায়ের নাম, ইত্যাদি তথ্য সঙ্গে রাখবেন।
4. রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে একটি রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে। 
5. এগুলি তথ্য দিয়ে লগইন করে নেওয়ার পর নিজের যাবতীয় কিছু ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে।
6. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা: আবেদনের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীর বয়সসীমা ও অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা ইত্যাদি জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।
মাসিক বেতন: কর্মীদের মাসে উচ্চ হারে বেতন দেওয়া হবে এখানে। সেক্ষেত্রে কর্মী নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 56,100/- টাকা থেকে শুরু হবে।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: কর্মী নিয়োগ করা কয়েকটি ধাপের মধ্য দিয়ে। সেক্ষেত্রে সবার প্রথমে প্রার্থীদের ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য। এখানে বিভিন্ন পেপার তথা সাবজেক্ট এর ওপর পরীক্ষা সংঘটিত হচ্ছে। 
Paper – I – English – 50 Marks

Paper – II – The Constitution of India – 50 Marks

Paper – III – General Knowledge & Current Affairs – 50 Marks

Papar -IV – Civil Audit, Accounts & Service Rule – 100 Marks

Paper -V – Arithmetic (Madhyamik Standard)- 100 Marks

Paper -VI – Auditing and Accountancy – 100 Marks

Paper -VII – Personality Test – 50 Marks
তারপর যাইহোক, আরো কয়েকটি ধাপে কর্মীদের নিযুক্ত করে দেওয়া হবে। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে এই নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন।
আবেদনের সময়সীমা: আগামী 15/12/2022 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


APPLY ONLINE: REGISTRATION/ LOGIN 


MORE JOB NEWS: CLICK HERE


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE

Leave a comment