চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। এবার রাজ্যে পৌরসভার তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গেফুড সেফটিতে নেওয়া হবে কর্মী। নিয়োগের সব থেকে বড় বিশেষত্ব হলো, এখানে ন্যুনতম অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আপনিও একজন চাকরি প্রার্থী হয়ে দীর্ঘ দিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকলে এটি হতে পারে আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ। তবে আর দেরি না করে আসুন জেনে নিই এর বিস্তারিত খুঁটিনাটি।
নিয়োগকারী সংস্থা: রাজ্যে পৌরসভার তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে ফুড সেফটি ক্ষেত্রে করা হবে কর্মী নিয়োগ।
পদের নাম: রাজ্যের এই কর্মী নিয়োগ (WB Job Recruitment 2023) এর ক্ষেত্রে মূলত গ্রুপ ডি লেভেলের পদে নেওয়া হচ্ছে কর্মী। নিচে পদ অনুযায়ী বিস্তারিত আলোচনা করা হয়েছে।
পদের নাম – অ্যানালিস্ট
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক পাশ করে থাকলে আবেদন যোগ্য আপনি।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ক্ষেত্রে কোনো রকম বাধা সীমা নেই। সর্ব্বোচ 40 বছরের মধ্যে যেকোনো প্রার্থী চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: মাসে উচ্চ হারে বেতন দেওয়া হবে কর্মীদের। নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 20,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদের নাম – ড্রাইভার
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে অষ্টম পাশ করে থাকলেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: এখানে আবেদনের ক্ষেত্রে আপনার বয়স হতে হবে 25-40 বছর বয়সের মধ্যে।
মাসিক বেতন: নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 11,500/- টাকা থেকে শুরু হচ্ছে।
কীভাবে আবেদন করবেন: আবেদন করতে হবে একদম ইন্টারভিউয়ের জন্য। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করে নিন।
2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করে নিন।
3. নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
4. নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে একটি সিগনেচার করে দিন ফর্মের মধ্যে।
5. যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সই করে আবেদনপত্রের সঙ্গে জুড়ে খামে ভরে সবশেষে এগুলি সব নিয়ে একেবারে ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ এর জন্য রিপোর্ট করুন।
ইন্টারভিউয়ের তারিখ: আগামী 20 মার্চ এবং 21 মার্চ, 2023 তারিখে যথাক্রমে অ্যানালিস্ট এবং ড্রাইভার পদের জন্য ইন্টারভিউ সংঘটিত হবে। সেক্ষেত্রে রিপোর্টিং টাইম সকাল সাড়ে 11 টা থেকে দুপুর সাড়ে 12 টা পর্যন্ত।
ইন্টারভিউয়ের ঠিকানা: Room No-137, 1st Floor, “Chief Municipal Health Officer”, CMO Building, 5 S.N Banerjee Road, Kolkata-700013
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE