পশ্চিমবঙ্গে অসংখ্য গ্রূপ-সি ও স্টেনোগ্রাফের পদে নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাস | WB Group C & Stenographer Recruitment 2022

আপনি কি সরকারি চাকরির খোঁজ করছেন? তবে একদম সঠিক জায়গায় এসেছেন। রাজ্যে সরাসরি নিয়োগ হতে চলেছে অসংখ্য গ্রূপ-সি (Group-C) কর্মী। মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যের যেকোনো প্রান্ত থেকে আপনি অনায়সে এক চাকরির জন্য আপনি আবেদন করতে পারবেন। বিভিন্ন প্রকার পদে মূলত এখানে নিয়োগ করা হবে। আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তবে অতি সহজেই আবেদনপত্র জমা করার মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে বিস্তারিত দেওয়া হলো আবেদন সম্পর্কে, দেখে আবেদন করে নিতে পারবেন।



WB Group C & Stenographer Recruitment 2022


নিয়োগকারী সংস্থা: ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (NATIONAL INSTITUTE OF FASHION TECHNOLOGY) তথা NIFT এর পশ্চিমবঙ্গের কলকাতা শাখায় নিয়োগ করা হবে।


পদের নাম: বিভিন্ন গ্রূপ-সি (Group-C) পদে কর্মী নিয়োগ করা হবে। যথা- 
  • অ্যাসিস্ট্যান্ট (Assistant)
  • অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন / Assistant Warden (Female)
  • স্টেনোগ্রাফার / Stenographer Grade III
  • নার্স / Nurse
  • ল্যাব অ্যাসিস্ট্যান্ট / Lab Assistant 

শিক্ষাগত যোগ্যতা: এই গ্রূপ-সি পদে আবেদন করতে আপনাকে ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে। নিচে প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা করে উল্লেখ করা হলো- 

অ্যাসিস্ট্যান্ট (Assistant): B.Com অথবা M.Com পাস করতে হবে।

অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন: আপনাকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা Graduation পাস করতে হবে।

স্টেনোগ্রাফার: আপনাকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা Graduation পাস করার পাশাপাশি আপনার বিশেষ টাইপিং দক্ষতা থাকতে হবে।

নার্স / Nurse: আপনাকে GNM তথা B.SC তে নার্সিং করতে হবে।



বয়সসীমা: উপরের যেকোনো পদের জন্য আবেদন করতে আপনার বয়স হতে হবে 27 বছরের মধ্যে।


আবেদন প্রক্রিয়া: আপনাকে এই গ্রূপ- সি (Group-C) পদে আবেদন করতে হবে নিম্নলিখিত ধাপের মধ্য দিয়ে-
  • প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে আবেদনপত্র (Application Form) টি ডাউনলোড করে নিতে হবে। আবেদনপত্র ডাউনলোড করার লিংক নিচে দেওয়া হবে।
  • সেটিকে আপনার যাবতীয় নানান তথ্যাদি দিয়ে পূরণ করতে হবে।
  • তারপর আবেদনপত্র এর সঙ্গে বেশ কিছু ডকুমেন্ট জুড়ে দিতে হবে।
  • আবেদনপত্র টি একটি খামের মধ্যে ভরে তা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।


আবেদন পাঠানোর ঠিকানা: যে ঠিকানায় আপনাকে আবেদনপত্রটি পাঠাতে হবে সেটি হলো- 
  • Joint Director, National Institute of Fashion Technology, NIFT Campus, Block-LA, Plot-3B, Sector-III, Salt Lake City, Kolkata-700106

আবেদনের সময়সীমা: এই গ্রূপ-সি চাকরির জন্য আপনি আবেদন করতে পারবেন আগামী 11/03/2022 তারিখের মধ্যে। 



Official Notification: Click Here


Application Form: Click Here


Official Website: Click Here

Leave a comment