রাজ্যের সাব ডিভিশনে বিভিন্ন ব্লকে আশা কর্মী নিয়োগ করা হবে। ন্যুনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য বিশেষ নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে মহকুমার বিভিন্ন ব্লকে পশ্চিমবঙ্গে আশা কর্মী নিয়োগ হবে। কোনো রকম আবেদন ফি ছাড়াই শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আশা কর্মী নিয়োগ এর ক্ষেত্রে। আপনি এই চাকরিতে আগ্রহ প্রকাশ করেন নিচে বিস্তারিত দেখে নিতে পারেন।
নিয়োগকারী সংস্থা: Asha Selection Committee এর পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলার Raiganj Sub-Division এর অধীনস্থ বিভিন্ন ব্লকে আশা কর্মী নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান: উত্তর দিনাজপুর জেলার যেসব ব্লকে আশা কর্মী নিয়োগ করা হবে-
- Raiganj
- Kaliyaganj
- Itahar
- Hemtabad
আশা কর্মী যোগ্যতা: আশা কর্মী পদে আবেদনের জন্য বিভিন্ন যোগ্যতা নিচে দেওয়া হলো-
আশা কর্মী শূন্যপদের সংখ্যা: মোট 60 টি শূন্যপদে আশা কর্মী নিয়োগ করা হবে।
আশা কর্মী শিক্ষাগত যোগ্যতা: যেকোনো উচ্চ যোগ্যতায় আবেদনের যোগ্য। তবে পশ্চিমবঙ্গে আশা কর্মী নিয়োগ এর ক্ষেত্রে আবেদনের জন্য ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
আশা কর্মী নিয়োগ 2022 বয়সসীমা: আশা কর্মী নিয়োগের জন্য আবেদনকারীর বয়স হতে হবে 30-40 বছরের মধ্যে। SC/ST এর ক্ষেত্রে বয়সসীমা হলো 22-40 বছরের মধ্যে।
আশা কর্মী নিয়োগ 2022 আবেদন প্রক্রিয়া: যেসব প্রক্রিয়াতে আবেদন করবেন-
- সর্বপ্রথম আপনাকে A4 সাইজের পেজে আশা কর্মী ফর্ম অর্থাৎ Asha Karmi Application Form ডাউনলোড করে নিতে হবে।
- Uttar Dinajpur জেলার Official Website এ গিয়ে আশা কর্মী নিয়োগ ফর্ম ডাউনলোড করতে পারবেন।
- আশা কর্মী নিয়োগ 2022 ফর্ম টিকে আবেদনকারীকে নিজের যাবতীয় তথ্যাদি দিয়ে ভালো করে পূরণ করতে হবে।
- আশা কর্মী নিয়োগের ফর্ম (Asha Karmi Application Form) আপনি পূরণ করার পর সেটিকে আপনি আপনার নিজ BDO Office এর Drop Box এ জমা দিতে পারেন কিংবা সেটিকে পোস্ট করে পাঠাতে পারেন।
আশা কর্মী নিয়োগ 2022 আবেদনে প্রয়োজনীয় ডকুমেন্ট: যেসব ডকুমেন্ট আপনাকে আশা কর্মী আবেদন পত্রের সঙ্গে পাঠাতে হবে সেগুলো হলো-
- জন্মের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের এডমিট
- ঠিকানার প্রমাণপত্র হিসাবে ভোটার কিংবা রেশন কার্ড
- বৈবাহিক প্রমাণপত্র
- মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট
- SC/ST সার্টিফিকেট (যদি থাকে)
- ২ কপি পাস্ পোর্ট সাইজের ফটো
আশা কর্মী নিয়োগ 2022 আবেদনের সময়সীমা / আশা কর্মী নিয়োগ 2022 last date: আগামী 31/01/2022 এর মধ্যে আশা কর্মী পদে নিয়োগ এর জন্য আবেদন করতে পারবেন।
আশা কর্মী নিয়োগ 2021 Last Date: আরো নানান জেলায় আশা কর্মী পদে নিয়োগের সময়সীমা দেখতে আমাদের ওয়েবসাইট এ আশা কর্মী নিয়োগের অন্যান্য খবর গুলি পড়তে পারেন।
Asha Karmi Recruitment 2022 Official Notification: Click Here
Asha Karmi Application Form: Click Here
Asha Karmi Official Website: uttardinajpur.gov.in