চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। এবার রাজ্যে ইউনিভার্সিটিতে তথা বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে মূলত গ্রুপ ডি লেভেলের পদে নেওয়া হচ্ছে কর্মী। রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হয়ে দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকলে একদম সঠিক জায়গায় এসেছেন আপনি। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে, জেনে নিতে আমাদের সঙ্গে থাকুন।
নিয়োগকারী সংস্থা ও পদের নাম: রাজ্যের বিশ্ববিদ্যালয়ের তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে গ্রুপ ডি লেভেলে মূলত গার্ডেনার তথা মালি পদে নেওয়া হবে কর্মী।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ক্ষেত্রে তেমন কোনো বাঁধা সীমা নেই এখানে আবেদনের ক্ষেত্রে। সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন।
1. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে সবার প্রথমে একটি আবেদনপত্র বানিয়ে ফেলুন।
2. নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস যাবতীয় সকল প্রকার তথ্য দেবেন।
3. যাবতীয় কিছু ডকুমেন্ট সঙ্গে অভিজ্ঞতার কোনো প্রমাণপত্র ইত্যাদি জেরক্স এবং সই করে এর সঙ্গে জুড়ে দিন।
4. সবার শেষে এগুলি নিয়ে নির্দিষ্ট তারিখের মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে তথা ইউনিভার্সিটিতে পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: বেশ কয়েকটি ডকুমেন্ট সঙ্গে রাখবেন আবেদন করার ক্ষেত্রে,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
4. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
6. বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
আবেদন পাঠানোর ঠিকানা: Bankura University, Main Campus, Bankura Block -II, PO – Purandarpur, Bankura, 722155
আবেদনের সময়সীমা: আগামী 15 মার্চ, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন সহ যাবতীয় লিঙ্ক দেওয়া হলো।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE