পশ্চিমবঙ্গে এশিয়াটিক সোসাইটিতে কর্মী নিয়োগ, বেতন 35,400/- টাকা | WB Asiatic Society Recruitment 2023

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশেষ নিয়োগের সুখবর। এবার পশ্চিমবঙ্গে এশিয়াটিক সোসাইটির তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। আপনারা যারা দীর্ঘদিন ধরে অনেক পড়াশোনা করে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন এবং চাকরির আশায় থেকে থেকে বেকার সমস্যায় জর্জরিত তারা একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে মূলত গ্রুপ বি লেভেলের পদে নেওয়া হবে কর্মী। কর্মীদের মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে। তবে আর দেরি কিসের? আসুন জেনে নিই এর বিস্তারিত খুঁটিনাটি।

Asiatic Society Recruitment 2023
পদের নাম: পশ্চিমবঙ্গে এশিয়াটিক সোসাইটির তরফে জারি হওয়া এই নিয়োগে মূলত গ্রুপ B লেভেলের পদে নেওয়া হচ্ছে কর্মী। সেক্ষেত্রে অ্যাকাউন্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করে থাকতে হবে। সেক্ষেত্রে কমার্স বিভাগে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্ম অভিজ্ঞতা থাকলে নিয়োগে আবেদন জানাতে পারেন।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্ব সীমা 56 বছর রাখা হয়েছে। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে কর্মীদের। নিয়োগের পর পরই কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 35,400/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে পারবেন। সেক্ষেত্রে নিচে দেওয়া ধাপগুলি অনুসরন করুন।
1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করে নিন।
2. আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট এর ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হলো, ডাউনলোড করে বের করে নিন।
3. নিজের যাবতীয় তথ্য যেমন নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সব তথ্য দিন।
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে ফর্মের মধ্যে একটি সিগনেচার করে দিন নিজের।
5. সবার শেষে এগুলি সব খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র হিসেবে
2. সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
4. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
6. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
আবেদনের সময়সীমা: আগামী 19 এপ্রিল, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো সেখানেই নিয়োগের আবেদনপত্র পেয়ে যাবেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: General Secretary, The Asiatic Society, 1 Park Street, Kolkata 700016 -এই ঠিকানায় স্পীড পোস্ট কিংবা কুরিয়ার এর মাধ্যমে আবেদনপত্র পাঠিয়ে দিন।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


OUR TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment