পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্পে নিয়োগ গ্রুপ-সি কর্মী, আপনিও করতে পারেন আবেদন । Kanyashree Prakalpa Recruitment 2022 West Bengal

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ সুখবর। পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্পে নিয়োগ করা হবে কর্মী। মূলত গ্রুপ-সি প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো স্থান থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ আবেদন করতে পারবেন অনায়াসে। পশ্চিমবঙ্গে মমতা সরকারের অন্যান্য বিভিন্ন প্রকল্পের মতো কন্যাশ্রী একটি অন্যতম প্রকল্প যার অধীনে উপকৃত হয়েছেন অনেকেই। এর আগেও বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছিলো রূপশ্রী প্রকল্পে নিয়োগের জন্য। এবার কন্যাশ্রী প্রকল্পেও করা হবে কর্মী নিয়োগ। 


Mamata Banerjee

নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ সরকারের অধীনে জেলায় সরাসরি করা হবে নিয়োগ।


পদের নাম: Accountants-Cum-Data Manager পদে কর্মী নিয়োগ করা হবে কর্মী।


শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে কমার্স -এ স্নাতক পাশ করতে হবে। 


বেতন: 12000 টাকা মাসে।


কম্পিউটার যোগ্যতা: 
  • এই পদে আবেদন করতে হলে আবেদনকারীকে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।
  • MS-Office বিষয়ে দক্ষ হতে হবে।
  • মিনিটে 25 টি শব্দ টাইপ করার দক্ষতা। 

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে আবেদনকারীকে অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীকে নিজের যাবতীয় তথ্যাদি আপলোড করতে হবে।




আবেদন ফি: আবেদনকারীকে কোনো রকম আবেদন ফি দিতে হবে না।


আবেদনের সময়সীমা: আগামী 18/01/2022 এর মধ্যে আবেদন করতে হবে।




Official Website: north24parganas.gov.in
 

More Job News: Click Here 

Leave a comment