আপনি যদি সরকারি চাকরির খোঁজে থেকে থাকেন তবে একদম সঠিক জায়গায় এসেছেন। পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক বিরাট নিয়োগের সুখবর। রাজ্যে এবার একই সঙ্গে নিয়োগ করা হবে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মী (WB Group C Recruitment 2022 / WB Group D Recruitment 2022)। ন্যুনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের যেকোনো জেলা কিংবা প্রান্ত থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ অনায়াসে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
আপনি যদি এই পশ্চিমবঙ্গের সরকারি চাকরি এর জন্য আবেদন করতে চান, নিচে বিস্তারিত খুঁটিনাটি দেওয়া হলো, গাড়ি নিতে পারেন।
পদের নাম:
বিভিন্ন প্রকার পদে সব মিলিয়ে 10 ধরনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নেওয়া হবে। নিচে পদ গুলির নাম দেওয়া হয়েছে।
1. লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)
2. Storekeeper -III
3. Civil Trade Instructor
4. Cook
5. MTS Watchman
6. MTS Gardener
7. MTS Safaiwala
8. Lascar
9. Washerman
10. Barber
শিক্ষাগত যোগ্যতা:
LDC এবং Storekeeper -III পদের ক্ষেত্রে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে।
এবং বাকি নিচের 8 টি পদে আবেদনের জন্য আপনি যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকলেই চলবে।
বয়সসীমা:
উপরের 10 টি পদেই আবেদনের ক্ষেত্রে আপনার বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে।
রিজার্ভ ক্যাটাগরী প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হবে।
বেতনক্রম:
1. লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)
2. Storekeeper -III
3. Civil Trade Instructor
4. Cook
এই 4 টি পদের ক্ষেত্রে মাসিক বেতন হলো 19900 টাকা।
5. MTS Watchman
6. MTS Gardener
7. MTS Safaiwala
8. Lascar
9. Washerman
10. Barber
বাকি এই 6 টি পদের ক্ষেত্রে মাসিক বেতন হলো 18000 টাকা।
নিয়োগ প্রক্রিয়া:
আবেদনের পর প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে স্ক্রিনিং টেস্ট এর মাধ্যমে তাদের ডাকা হবে লিখিত পরীক্ষার জন্য এবং এখানে পাশ করার পর প্রার্থীদের কয়েকটি ধাপের মধ্য দিয়ে যেতে হবে। শেষে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করে নিয়োগপত্র প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া:
অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করার মাধ্যমে আপনার সরাসরি চাকরির জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রথমে আপনাকে আবেদনপত্র (Application Form) টি সংগ্রহ করতে হবে যার লিংক নিচে দেওয়া থাকবে। সেটিকে নিজের যাবতীয় তথ্য দিয়ে ভালো করে পূরণ করতে হবে। শেষে তার সঙ্গে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট জুড়ে তা নির্দিষ্ট তারিখের মধ্যে জমা করতে হবে।
নিয়োগ ও আবেদন সম্পর্কে আরো সবিস্তারে জানতে নিচে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এবং সঙ্গে আবেদনপত্র সংগ্রহ করার লিংক এবং অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া হলো।
ভবিষ্যতে চাকরি ও নিয়োগের আরও নতুন নতুন আপডেট করা আমাদের টেলিগ্রাম চ্যানেল এর সঙ্গে আজই যুক্ত হতে পারেন।