পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। এবার রাজ্যে চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। যারা অনেক পড়াশোনা করার পর দীর্ঘদিন যাবৎ ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ হতে পারে। সব থেকে বড় কথা হলো, রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে যেকেউ এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। নিচে আরো বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হয়েছে, জানতে আমাদের সাথেই থাকুন।
নিয়োগকারী সংস্থা ও পদের নাম: পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এর মধ্য দিয়ে মূলত জুনিয়র ফিজিওথেরাপিস্ট পদে নেওয়া হবে কর্মী।
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন জানাতে গেলে আপনাকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি তথা স্নাতক পাশ করে থাকতে হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা করে থাকলেও আবেদন জানাতে পারেন।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ক্ষেত্রে তেমন কোনো বাঁধা সীমা নেই। সেক্ষেত্রে সর্বোচ্চ 35 বছর বয়সের মধ্যে যেকেউ নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: মাসে সুউচ্চ হারে বেতন প্রদান করা হবে। সেক্ষেত্রে নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 35,400/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: আগের থেকে আবেদন করার দরকার নেই। সরাসরি ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট করুন।
1. নিচে নিয়োগের অফিসিয়াল আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া হয়েছে সেটি ডাউনলোড করে বের করে নিন।
2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে যত্ন সহকারে পূরণ করে ফেলুন এই আবেদনপত্রটি।
3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
4. একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন। সঙ্গে নিজের সিগনেচার করে দিন।
5. সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
6. বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
ইন্টারভিউয়ের তারিখ ও সময়: আগামী 02 ফেব্রুয়ারি, 2023 তারিখে ইন্টারভিউ সংঘটিত হচ্ছে। দুপুর সাড়ে 12 টা থেকে ইন্টারভিউ শুরু হবে। এবং সকল সাড়ে 11 টা থেকে রিপোর্টিং টাইম রাখা হয়েছে।
ইন্টারভিউয়ের স্থান: 2nd Cumpus of Chittaranjan National Cancer Institute, street no 299, plot no DJ-01, Premises No- 02-0321, Action Area-1D, New Town, Rajarhat, Kolkata-700160
OFFICIAL NOTIFICATION/APPLICATION FORM: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE