রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে আপনারা যারা ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য রয়েছে দুর্দান্ত নিয়োগের সুবর্ণ সুযোগ। এবার রাজ্যের জাদুঘর তথা মিউজিয়াম এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। একই সঙ্গে বিভিন্ন বিভিন্ন ধরনের পদে নেওয়া হচ্ছে কর্মী। নিয়োগের বিশেষ বিশেষত্ব হলো, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এবং শুধুমাত্র মাধ্যমিক পাশেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন আপনি।
পদের নাম – টেকনিশিয়ান A
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে আইটিআই করা প্রার্থীদের নিয়োগে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ক্ষেত্রে তেমন কোনো বাঁধা সীমা নেই, সর্বোচ্চ 35 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য।
মাসিক বেতন: নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 19,900/- টাকা। বেতন সর্বোচ্চ 63,200/- টাকা অব্দি হতে পারে।
পদের নাম – অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড III
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার বিষয়ে বিশেষ জ্ঞান থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 25 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন এখানে।
মাসিক বেতন: এক্ষেত্রেও নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 19,900/- টাকা। বেতন সর্বোচ্চ 63,200/- টাকা পর্যন্ত হতে পারে।
পদের নাম – আর্টিস্ট A
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা করা থাকলে নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। সঙ্গে সংশ্লিষ্ট পদে বিশেষ যোগ্যতা তথা অভিজ্ঞতা থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: এখানে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 35 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।
মাসিক বেতন: কর্মী কিছু মাসিক বেতন সর্বনিম্ন 19,900/- টাকা। বেতন সর্বোচ্চ 63,200/- টাকা পর্যন্ত হতে পারে।
পদের নাম – এডুকেশন অ্যাসিস্ট্যান্ট A
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করে থাকতে হবে। সেক্ষেত্রে বিজ্ঞান শাখার ওপর স্নাতক তথা গ্র্যাজুয়েশন করা প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 35 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক সর্বনিম্ন বেতন 29,200/- টাকা। এই বেতন সর্বোচ্চ 92,300/- টাকা পর্যন্ত হতে পারে।
যাইহোক, আরো বিভিন্ন পদে নেওয়া হচ্ছে কর্মী। সেক্ষেত্রে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এ দেওয়া হয়েছে, বিস্তারিত জেনে নেবেন।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে বিস্তারিত আবেদন পদ্ধতি দেওয়া হয়েছে।
1. সবার নিয়োগে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।
2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন করে অনলাইন রেজিষ্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন।
3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দিয়ে দেবেন।
4. আবেদনের ক্ষেত্রে অবশ্যই একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঙ্গে রাখবেন।
5. যাবতীয় কিছু ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করতে বললে এক এক করে আপলোড করে দিন।
6. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
6. বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
আবেদনের সময়সীমা: আগামী 27 মার্চ, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হয়েছে সেটি ডাউনলোড করে নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE/ APPLY ONLINE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE