পশ্চিমবঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর (DEO) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | Data Entry Operator Recruitment 2022 West Bengal

রাজ্যের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ সুখবর। পশ্চিমবঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর তথা DEO পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। রাজ্যের যেকোনো জেলা থেকে নারী কিংবা পুরুষ সবাই আবেদনের যোগ্য। আপনি যদি স্নাতক পাশ হওয়ার পাশাপাশি কম্পিউটার এর কাজে মোটামোটি দক্ষ হয়ে থাকেন তবে এই চাকরির নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। কোনো রকম আবেদন ফি ছাড়াই অতি সহজেই এই নিয়োগের জন্য আবেদন করে নিতে পারবেন। আপনি যদি এই চাকরিতে আগ্রহী হয়ে থাকেন, নিচে বিস্তারিত দেওয়া হলো, দেখে আবেদন করে নিতে পারেন।



data entry operator recruitment 2022 west bengal



পদের নাম 

ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) তথা DEO পদে কর্মী নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতা 

এই DEO পদে আবেদন করতে আবেদনকারীর ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক তথা Graduation পাস।


কম্পিউটার যোগ্যতা 

  • কম্পিউটারের সাধারণ ডেটা এন্ট্রি কাজ সম্পর্কে আবেদনকারীর স্বচ্ছ ধারণা থাকতে হবে।
  • সঙ্গে Computer Application এ একটি সার্টিফিটেক থাকতে হবে।

বয়সসীমা 

DEO পদে আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে।


বেতনক্রম 

Data Entry Operator পদে নিয়োগের পর আবেদনকারীকে মাসে 13000 টাকা বেতন দেওয়া হবে।


আবেদন প্রক্রিয়া 

  • আবেদনকারীকে সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র (Application Form) টি ডাউনলোড করে নিতে হবে যার লিংক নিচে দেওয়া থাকবে।
  • আবেদনপত্রটি ভালো করে পূরণ করতে হবে নিজের যাবতীয় নানান তথ্যাদি দিয়ে।
  • আবেদনপত্রের সঙ্গে যাবতীয় নানান ডকুমেন্ট জুড়ে তা নির্দিষ্ট দিনের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট পাঠাতে হবে 

  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র 
  • কম্পিউটার সার্টিফিকেট এর প্রমাণপত্র 
  • জন্মতারিখের প্রমান হিসাবে মাধ্যমিকের এডমিট কিংবা বার্থ সার্টিফিকেট 
  • ভোটার/আঁধার কার্ড কিংবা পাসপোর্ট বাসিন্দার প্রমাণপত্র হিসাবে 
  • কাস্ট সার্টিফিক (যদি থাকে)
  • অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)
উক্ত ডকুমেন্ট গুলির জেরক্স সেলফ এটাস্টেড করে আবেদনপত্রের সঙ্গে জুড়ে আবেদনপত্রটি পোস্ট করে পাঠাতে পারেন কিংবা ড্রপ বাক্স এ জমা করতে পারেন।

 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা 

To The Director, Directorate of Cinchona and other Medical Plants, West Bengal, PO- Mungpoo, Disttrict- darjeeling, PIN- 734313




আবেদনপত্র পাঠানোর সময়সীমা

আবেদন পত্র পাঠাতে পারবেন আগামী 12/02/2022 তারিখের মধ্যে।



Official Notification: Click Here


Application Form: Click Here


Official Website: darjeeling.gov.in


Leave a comment