চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। এবার পশ্চিমবঙ্গে পৌরসভায় নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে মূলত ক্লার্ক এবং গ্রুপ সি লেভেলের পদে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে আপনারা যারা ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য এটি হতে পারে একটি সুবর্ণ সুযোগ।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে পৌরসভা তথা মিউনিসিপ্যালিটির তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।
পদ – ক্লারিকাল অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর। অর্থাৎ, এর নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 15,000/- টাকা থেকে শুরু হচ্ছে এখানে।
পদ – অফিস অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: এক্ষেত্রেও বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর। এর নিচে যেকোনো বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য।
মাসিক বেতন: এখানে নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 10,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদ – PTMO
শিক্ষাগত যোগ্যতা: পার্ট টাইম মেডিক্যাল অফিসার (PTMO) পদে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত ক্ষেত্র থেকে এমবিবিএস করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 67 বছর। এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 24,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করে ফেলুন।
সেক্ষেত্রে নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা ও ক্যাটাগরি ইত্যাদি তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করে ফেলুন।
যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনের সময়সীমা: আগামী 10/08/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE