পশ্চিমবঙ্গে ফের ফুড সাব ইন্সপেক্টর পদে শতাধিক কর্মী নিয়োগ | WBPSC Food SI Recruitment 2022

    wb food si recruitment 2022

    WBPSC Food SI Recruitment 2021 Notification


    রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশেষ সুখবর। আরও একবার পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) রাজ্যে ফুড সাব-ইন্সপেক্টর (WBPSC Food SI) পদে কর্মী নিয়োগ করতে চলেছে। মূলত রাজ্যের প্রতিটি জেলায় করা হবে কর্মী নিয়োগ। করোনা তথা লকডাউনের জেরে থমকে গিয়েছে রাজ্যের নানান নিয়োগ প্রক্রিয়া। এর প্রভাব পরেছিলো পাবলিক সার্ভিস কমিশন এর ওপরও। এর দরুন গত বছর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। যাইহোক দীর্ঘ টানাপোড়েনেরে পর ফের রাজ্যে প্রায় 700 শূন্যপদে Food SI পদে নিয়োগ হতে চলেছে। রাজ্যের যেকোনো জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে সবাই শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় করতে পারবে আবেদন। আবেদনের খুঁটিনাটি দেওয়া হলো নিচে



    WB Food SI Recruitment Board


    পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন / West Bengal Public Service Commission / WBPSC


    WB Food SI Post Details


    ফুড সাব-ইন্সপেক্টর / WB Food SI / WB Food Sub Inspector


    WB Food SI Vacancy 2022


    মোট 700 টি শূন্যপদে WBPSC Food SI পদে কর্মী নিয়োগ করা হবে।



    WB Food SI Eligibility / WB Food SI Qualification 


    আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে। 


    WB Food SI Age Limit


    18-40 বছর। SC/ST দের বয়সে 5 বছরের ছাড় এবং OBC দের 3 বছরের ছাড় থাকবে।


    WB Food SI Salary


    নিয়োগ হওয়ার পর প্রথম দিকে সব মিলিয়ে মাসে 25,774 টাকা দেওয়া হবে।


    WB Food SI Syllabus


    100 নম্বরের পরীক্ষা হবে। 100 টি MCQ থাকবে মোট 2 টি বিষয়ের ওপর এবং প্রতিটি বিষয় থেকে 50 টি করে প্রশ্ন থাকবে। যথা,
     
    1. Arithmetic- 50
    2. General Studies- 50


    WB Food SI Selection Process


    প্রধান 2 টি ধাপের মাধ্যমে হবে প্রার্থী নিয়োগ। যথা-
    1. Written Exam (MCQ)- 100  Marks 
    2. Interview/Personality Test- 20 Marks

    WBPSC Food SI Recruitment 2021


    নানান কারনে বিশেষ করে লকডাউনের জেরে এখনও কোনো অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশ পায়নি রাজ্যে Food SI নিয়োগের। তবে বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী আগামী 2022 সালের জুলাই মাসে WBPSC Food SI Recruitment 2022 এর বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 


    Official Websitehttps://wbpsc.gov.in/
     




    Leave a comment