পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশেষ নিয়োগের সুখবর। এবার রাজ্যের বন্দরে জারি হলো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এক্ষেত্রে আপনি রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে দীর্ঘ দিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকলে এটি হতে পারে আপনার জন্য একটি দুর্দান্ত এবং সুবর্ণ সুযোগ। খুব সহজেই আবেদন করতে পারবেন এখানে সঙ্গে কর্মীদের মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে। বিস্তারিত নিচে আলোচনা করা হয়েছে, জানতে আমাদের সঙ্গে থাকুন।
নিয়োগকারী সংস্থা ও পদের নাম: পশ্চিমবঙ্গে শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট তথা বন্দরের তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এক্ষেত্রে এখানে সিনিয়র ডেপুটি ট্রাফিক ম্যানেজার পদে নেওয়া হবে কর্মী।
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করতে চাইলে আপনাকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট পদে কর্ম অভিজ্ঞতা থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: আবেদনের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে তেমন কোনো বাঁধা সীমা নেই। সর্বোচ্চ 37 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: মাসে সুউচ্চ হারে বেতন প্রদান করা হবে কর্মীদের। নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 32,900/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: খুব সহজেই আবেদনপত্র জমা করার মাধ্যমে নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে বিস্তারিত ধাপ আলোচনা করা হয়েছে।
1. নিচে দেওয়া লিঙ্ক থেকে থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিন।
2. এটি বের করে নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে পূরণ করে ফেলুন।
3. নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন। সঙ্গে ফর্মের মধ্যে নিজের একটি সিগনেচার করে দিন।
5. সবার শেষে এগুলি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
3. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
6. বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Secretary, SMP, Kolkata,15, Strand Road, Kolkata -700001
আবেদনের সময়সীমা: আগামী 14/03/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো, সেখানেই নিয়োগের আবেদনপত্র পেয়ে যাবেন।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE