পশ্চিমবঙ্গে বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ অসংখ্য BSK কর্মী | wb bsk recruitment 2021-2022

রাজ্যের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিরাট সুখবর। রাজ্যে ফের আরও একবার নিয়োগ হতে চলেছে বাংলা সহায়তা কেন্দ্রে (BSK) কর্মী। বিভিন্ন প্রকার শূন্যপদে করা হবে কর্মী নিয়োগ। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। আপনি রাজ্যের যেকোনো জেলার বাসিন্দা হলেই অনায়াসে করে ফেলতে পারবেন আবেদন। লাগবে না কোনো রকম আবেদন ফি। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে রাজ্যের পুরুষ কিংবা মহিলা সবাই করতে পারবেন আবেদন। তাই আর দেরি না করে এখনই দেখে নিন আবেদনের খুঁটিনাটি। 

WB BSK RECRUITMENT 2021-22

নিয়োগকারী সংস্থাঃ পশ্চিমবঙ্গ সরকারের অধীনে Bangla Sahayata Kendras (BSK) এ করা হবে কর্মী নিয়োগ।

পদের নামঃ WB BSK Recruitment এ এবার নানান প্রকার শূন্যপদে করা হবে কর্মী নিয়োগ। যথা-

  1. Chief Operating Officer (COO)
  2. Chief Technology Officer (CTO)
  3. Chief Finance Officer (CFO)
  4. Senior Software Personnel (SSP)
  5. Reconciliation Personnel (RP)
  6. Help-Desk Personnel (HDP)
শিক্ষাগত যোগ্যতাঃ এসব পদে আবেদন করতে আবেদনকারীর ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা হলো স্নাতক পাস (Graduate)। এবং বেশ কিছু পদের জন্য আরো কিছু শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। 

কম্পিউটার যোগ্যতাঃ আবেদনকারীকে অবশ্যই কম্পিউটার চালাতে দক্ষ হতে হবে এবং কিছু কম্পিউটার জ্ঞান থাকতে হবে এসব পদে আবেদন করতে।

বয়সঃ আবেদনকারীর বয়স 55 বছরের কম হতে হবে।

আবেদন প্রক্রিয়াঃ আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের যাবতীয় তথ্যাদি দিয়ে করতে হবে আবেদন।


নিয়োগ প্রক্রিয়াঃ WB BSK কর্মী নিয়োগের ক্ষেত্রে হবে না কোনো লিখিত পরীক্ষা। শুধুমাত্র ইন্তারভিউ এর মাধ্যমে করা হবে প্রার্থী বাছাই। 

আবেদনের সময়সীমাঃ অনলাইনে আবেদন করতে পারবেন আগামী 15/01/2022 এর মধ্যে।


Official Notice for WB BSK Recruitment:  Click here

Official Website of WB BSK: Visit Here

WB BSK Apply Online: Click Here

For More WB Govt Job News: Click Here 

Leave a comment