পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিভাগে বেশ কয়েক ধরনের পদে নিয়োগ, বেতন 55,000 টাকা | WBPDCL Recruitment 2023

পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশেষ এক নিয়োগের সুখবর। এবার রাজ্যের বিদ্যুৎ বিভাগে নেওয়া হচ্ছে কর্মী। নিয়োগের বিশেষ বিশেষত্ব হলো, এখানে এই নিয়োগের জন্য রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে যেকেউ খুব সহজেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এবং সব থেকে বড়ো কথা হলো, কোনো রকম পরীক্ষা ছাড়াই প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে। আসুন তবে আর দেরি না করে জেনে নিই এর বিস্তারিত খুঁটিনাটি।

WBPDCL Recruitment 2023
নিয়োগকারী সংস্থা: রাজ্য বিদ্যুৎ বিভাগ তথা The West Bengal Power Development Corporation Limited অর্থাৎ WBPDCL এর তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে আবেদন জানাতে পারবেন।
পদের নাম: একই সঙ্গে প্রধান তিন ধরনের পদে এখানে কর্মী নেওয়া হবে। যথা, জিওলজিস্ট, মাস- কমিউনিকেশন এক্সপার্ট এবং কমিউনিটি ডেভেলপমেন্ট কনসালট্যান্ট। নিচে এগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
পদ – জিওলজিস্ট
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে জিওলজি বিষয়ের ওপর। সঙ্গে Minex Software এর জ্ঞান থাকা দরকার।
মাসিক বেতন: নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 80,000/- টাকা থেকে শুরু হবে এখানে।
পদ – মাস- কমিউনিকেশন এক্সপার্ট 
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন (Honours Graduation) পাশ করে থাকতে হবে। সেক্ষেত্রে মাস্টার্স করা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
মাসিক বেতন: নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 55,000/- টাকা থেকে শুরু হবে।
পদ- কমিউনিটি ডেভেলপমেন্ট কনসালট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা: এক্ষেত্রেও স্নাতক তথা গ্র্যাজুয়েশন (Honours Graduation) পাশ করে থাকলে আবেদন করা যাবে। 
মাসিক বেতন: নিয়োগের পর পরই কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 55,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
প্রার্থীর বয়সসীমা: সব পদের জন্যই একই রাখা হয়েছে বয়সসীমা। সর্বোচ্চ বয়সসীমা হলো 55 বছর। অর্থাৎ, এর নিচে যেকেউ আবেদন জানাতে পারেন।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট- www.wbpdcl.co.in এটি ভিজিট করে অনলাইন আবেদনের লিংকে ক্লিক করবেন।
1. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে এখানে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করতে হবে।
2. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য সঙ্গে রাখবেন।
3. নিয়োগে আবেদনের ক্ষেত্রে অবশ্যই নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে।
4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন।
5. আবেদন শেষে আবেদনের একটি প্রিন্ট আউট কপি বের করে নিজের কাছে রেখে দিন।
প্রয়োজনীয় ডকুমেন্ট/ তথ্য: নিয়োগে আবেদনের ক্ষেত্রে কিছু ডকুমেন্ট ও তথা অবশ্যই সঙ্গে রাখবেন। সেগুলি নিচে উল্লেখ করা হয়েছে।
1. বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
2. আধার নম্বর
3. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
4. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
6. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
কর্মী নিয়োগ প্রক্রিয়া: নিয়োগের জন্য আবেদন করার পর প্রার্থীদের সবার প্রথমে শর্ট লিস্টিং করে নেওয়া হবে। শর্ট লিস্টেড প্রার্থীদের ডেকে নেওয়া হবে সরাসরি ইন্টারভিউয়ের জন্য। 
সেখানে তাদের সাধারণ বিভিন্ন প্রশ্ন করণের মধ্য দিয়ে এবং পার্সোনালিটি দেখে সার্বিকভাবে যাচাই করে নেওয়া হবে। সবার শেষে যোগ্য প্রার্থী বেছে কর্মী পদে নিযুক্ত করা হবে।
আবেদনের সময়সীমা: আগামী 31/03/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন সঙ্গে যাবতীয় লিঙ্ক দেওয়া হলো।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


OFFICIAL WEBSITE/ APPLY ONLINE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


OUR TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment