পশ্চিমবঙ্গে বিধানসভা দপ্তরে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ | WB Legislative Assembly Secretariat Recruitment 2022

পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হয়ে আপনি যদি দীর্ঘদিন যাবৎ কোনো চাকরির খোঁজে থেকে থাকেন তবে একদম সঠিক জায়গায় এসেছেন। এবার রাজ্যের বিধানসভা দপ্তরে নেওয়া হবে কর্মী। নিয়োগের বিশেষ বিশেষত্ব হচ্ছে, রাজ্যের বিভিন্ন জেলা প্রান্ত যেকোনো প্রার্থী চাইলেই এখানে আবেদন করতে পারবেন। এখানে কর্মী নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোনো লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। মূলত ইন্টারভিউয়ের মাধ্যমেই কর্মী পদে নিযুক্ত করা হবে। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে, দেখে আবেদন করে নিন।

WB Govt Jobs 2022
নিয়োগকারী সংস্থা ও পদের নাম: পশ্চিমবঙ্গে বিধানসভা দপ্তর (West Bengal Legislative Assembly Secretariat) এর তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মধ্য দিয়ে সংশ্লিষ্ট দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর তথা DEO পদে নেওয়া হবে কর্মী।
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করতে চাইলে আপনাকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন এর ওপর সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে যেকোনো স্বীকৃত সংস্থা থেকে।
প্রার্থীর বয়সসীমা: এখানে আবেদন করতে চাইলে আপনার ন্যুনতম বয়স হতে হবে 21 বছর। সর্বোচ্চ 40 বছরের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন: মাসে মোটামুটি ভালো অঙ্কের টাকা বেতন হিসাবে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 13,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করে আবেদন করুন।
1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করে নিন
2. এই আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম এর ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হলো, ডাউনলোড করে সাদা A4 সাইজের পেপারে বের করে নিন।
3. এবার নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে যত্ন সহকারে পূরণ করুন এই ফর্ম।
4. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
5. রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন ফর্মে, সঙ্গে সিগনেচার করে দেবেন অ্যাপ্লিকেশন ফর্ম এর মধ্যে।
6. সবার শেষে যাবতীয় কিছু ডকুমেন্ট সঙ্গে যুক্ত করে সেল্ফ অ্যাটেস্টেড করে খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
3. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
5. নিজের কাস্ট সার্টিফিকেট যদি থাকে
6. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
আবেদনের সময়সীমা: আগামী 09/12/2022 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: যে পদের জন্য আবেদন করছেন তার নাম চিঠি খামের উপর লিখুন। তারপর নিম্নলিখিত ঠিকানা লিখে তা পোস্ট অফিসের এর মাধ্যমে পাঠিয়ে দিন। ঠিকানা- The Secretary, West Bengal Legislative Assembly, Assembly House, Kolkata – 700001
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে এই নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন। সঙ্গে সেখানেই নিয়োগের আবেদনপত্র দেওয়া হলো।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


OUR TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment