চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুখবর। রাজ্যে বিভিন্ন গ্রুপ-সি এবং DEO পদে নিয়োগের একটি দুর্দান্ত বিজ্ঞপ্তি জারি হলো। প্রাথমিক ভাবে কোভিড-১৯ ব্যবস্থাপনার কাজের জন্য চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হলেও ভবিষ্যতে স্থায়ী পদ করার কথা চলছে। রাজ্যের যেকোনো জায়গা থেকে নারী-পুরুষ নির্বিশেষে সবাই আবেদনের যোগ্য। আপনি উচ্চ মাধ্যামিক পাস থাকলেই অনায়াসে করতে পারবেন আবেদন। আবেদন করতে লাগবে না কোনো রকম আবেদন ফি। তাই দেরি না করে এখনই দেখে নিন বিস্তারিত-
পদের নামঃ প্রধান 3 প্রকার পদে নিয়োগ করা হবে কর্মী। যথা-
- MEDICAL MICROBIOLOGIST / MOLECULAR BIOLOGIOST
- MT LAB TECHNICIAN
- DATA ENTRY OPERATOR
পদ অনুযায়ী নানান তথ্যঃ নিচে প্রতিটি পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং বেতনক্রমের বিবরণ দেওয়া হলো-
MEDICAL MICROBIOLOGIST/MOLECULAR BIOLOGIOST
- শূন্যপদঃ মোট 3 টি।
- শিক্ষাগত যোগ্যতাঃ MD IN MICROBIOLOGY OR, M.SC IN MOLECULAR BIOLOGY/MICROBIOLOGY/BIO TECHNOLOGY
- বয়সঃ সর্বোচ্চ বয়স 40 বছর।
- বেতনঃ 40000 টাকা মাসে।
MT LAB TECHNICIAN
- শূন্যপদঃ মোট 6 টি।
- শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো এক স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস। পদার্থবিদ্যা, রসায়ন বিদ্যা এবং জীববিদ্যা কিংবা অঙ্ক নিয়ে পড়তে হবে।
- বয়সঃ সর্বোচ্চ বয়স 40 বছর।
- বেতনঃ 17000 টাকা মাসে।
DATA ENTRY OPERATOR
- শূন্যপদঃ মোট 6 টি।
- শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো এক স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস। সঙ্গে একটি কম্পিউটার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।
- বয়সঃ সর্বোচ্চ বয়স 40 বছর।
- বেতনঃ 13000 টাকা মাসে।
আবেদন পদ্ধতিঃ আবেদনপত্রে ভালো করে নিজের যাবতীয় তথ্যাদি দিয়ে তা পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউ এর আগে।
ইন্টারভিউ এর দিনক্ষনঃ আগামী 12/12/2021 তারিখে সকাল 11 থেকে দুপুর 2 পর্যন্ত হবে ইন্টারভিউ।
আরও বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন দেখে নিতে পারেন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: VISIT HERE