বড়ো সুখবর পশ্চিমবঙ্গের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য। রাজ্যে ফের আশা কর্মী নিয়োগ (Asha Karmi Recruitment 2022)। পশ্চিমবঙ্গের জেলায় এক মহকুমা এর অন্তর্গত নানান ব্লকে আশা কর্মী নেওয়া হচ্ছে। রাজ্যের বাসিন্দা মূলত মহিলা প্রার্থীরা অনায়াসে এই আশা কর্মী চাকরি এর জন্য আবেদন করতে পারবেন। ন্যুনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় ব্লকে আশা কর্মী নিয়োগের জন্য আবেদন করা যাবে। কোনো প্রকার আবেদন ফি ছাড়াই সরাসরি আশা নিয়োগে আবেদন করতে বিস্তারিত দেখে নিন।
আশা কর্মী পদে আবেদন পদ্ধতি:
মূলত অফলাইনের মাধ্যমে অতি সহজেই আপনি আশা কর্মী (Aaha Karmi) পদের জন্য আবেদন জানাতে পারেন। সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট তথা বিজ্ঞপ্তি থেকে আশা কর্মী নিয়োগের আবেদনপত্র (Asha Karmi Application Form) টি ডাউনলোড করে বের করে নিন।
আশা কর্মী শিক্ষাগত যোগ্যতা:
আশা কর্মী (Asha Karmi) পদে আবেদনের জন্য আপনাকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যুনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। উচ্চশিক্ষিত চাকরিপ্রার্থীরা সমান ভাবে যোগ্য এখানে আবেদনের জন্য।
আশা কর্মী বয়সসীমা:
আশা কর্মী তে আবেদনের জন্য আপনার ন্যুনতম বয়স হতে হবে 30 বছর এবং সর্বোচ্চ 40 বছরের চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। SC/ST দের ক্ষেত্রে বয়স এর নিম্ন সীমা হলো 22 বছর।
আশা কর্মী নিয়োগ প্রক্রিয়া:
আশা কর্মী (Asha Karmi) পদে নিয়োগের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে। সেখান থেকে প্রার্থী বাছাই করে আশা কর্মী পদে নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
যেসব ডকুমেন্ট দিতে হবে আবেদনপত্রের সঙ্গে-
1. জন্ম তারিখের প্রমাণপত্র
2. রেশন কিংব ভোটার কার্ড
3. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
4. মাধ্যমিক শিক্ষা এর মার্কশিট ও সার্টিফিকেট
5. দুই কপি রঙিন পাসপোর্ট ফটো
আবেদন ফি:
আশা কর্মী (Asha Karmi) নিয়োগের জন্য আবেদন করতে কোনো রকম আবেদন ফি দিতে হবে না।
আবেদনের সময়সীমা:
আশা কর্মী পদের জন্য আবেদন করতে পারবেন 04/04/2022 তারিখের মধ্যে।
আশা কর্মী নিয়োগ তথা আবেদনের আরও বিস্তারিত খুঁটিনাটি জেনে নিতে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টি দেখে নিতে পারেন।
ভবিষ্যতে চাকরি ও নিয়োগের আরও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এর সঙ্গে যুক্ত থাকুন।