আপনি কি পশ্চিমবঙ্গের একজন চাকরি প্রার্থী হয়ে দীর্ঘ দিন ধরে ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন এবং বেকার সমস্যায় জর্জরিত? তবে একদম সঠিক জায়গায় এসেছেন। এবার একই সঙ্গে কয়েক ধরনের স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে হেল্থ অ্যাসিস্ট্যান্ট সহ আরো বেশ কয়েক ধরনের পদে নেওয়া হচ্ছে কর্মী। নিয়োগের সব থেকে বড়ো বিশেষত্ব হলো এখানে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করে দেওয়া হবে।
পদের নাম: এখানে একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে নিচে পদ গুলির নাম উল্লেখ করা হয়েছে।
প্রজেক্ট টেকনিশিয়ান II (হেল্থ অ্যাসিস্ট্যান্ট)
প্রজেক্ট টেকনিশিয়ান II (ফিল্ড অ্যাসিস্ট্যান্ট)
প্রজেক্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান III (এক্সরে টেকনিশিয়ান)
প্রজেক্ট জুনিয়র মেডিক্যাল অফিসার
শিক্ষাগত যোগ্যতা: প্রজেক্ট টেকনিশিয়ান II (হেল্থ অ্যাসিস্ট্যান্ট) পদে আবেদন করতে চাইলে আপনাকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
প্রজেক্ট টেকনিশিয়ান II (ফিল্ড অ্যাসিস্ট্যান্ট) পদে আবেদন করতে চাইলে আপনাকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।
প্রজেক্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান III (এক্সরে টেকনিশিয়ান) পদে আবেদন করতে চাইলে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে সঙ্গে সংশ্লিষ্ট পদে ডিপ্লোমা করে থাকতে হবে।
অন্যদিকে প্রজেক্ট জুনিয়র মেডিক্যাল অফিসার পদে আবেদন করতে চাইলে আপনাকে যেকোনো স্বীকৃত সংস্থা থেকে এমবিবিএস পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: প্রজেক্ট টেকনিশিয়ান II (হেল্থ অ্যাসিস্ট্যান্ট) এবং প্রজেক্ট টেকনিশিয়ান II (ফিল্ড অ্যাসিস্ট্যান্ট) পদে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 28 বছর রাখা হয়েছে।
প্রজেক্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান III (এক্সরে টেকনিশিয়ান) পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর এবং প্রজেক্ট জুনিয়র মেডিক্যাল অফিসার পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 30/35 বছর।
মাসিক বেতন: প্রার্থীর বয়সসীমা: প্রজেক্ট টেকনিশিয়ান II (হেল্থ অ্যাসিস্ট্যান্ট) এবং প্রজেক্ট টেকনিশিয়ান II (ফিল্ড অ্যাসিস্ট্যান্ট) পদের ক্ষেত্রে মাসিক সর্বনিম্ন বেতন 17,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
প্রজেক্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান III (এক্সরে টেকনিশিয়ান) পদের ক্ষেত্রে মাসিক সর্বনিম্ন বেতন 18,000/- টাকা এবং প্রজেক্ট জুনিয়র মেডিক্যাল অফিসার পদের ক্ষেত্রে মাসিক সর্বনিম্ন বেতন 60,000/- টাকা।
আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া: আগেই বলা হয়েছে যে কর্মী নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। তাই আগের থেকে কোনো রকম আবেদন করার দরকার নেই, সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন করুন।
1. সবার নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিন।
2. নিচে এর ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হলো, ডাউনলোড করে বের করে নিন।
3. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে পূরণ করে ফেলুন এটি।
4. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
5. নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন এবং একটি সিগনেচার করে দিন।
6. সবার শেষে এগুলি একটি খামের ভেতর ভরে তা একেবারে ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ কেন্দ্রে এসে উপস্থিত হন।
7. ইন্টারভিউ এর জন্য আবেদন তথা রিপোর্ট করার সঙ্গে সঙ্গে প্রার্থীদের ইন্টারভিউতে সার্বিকভাবে যাচাই করে নিয়ে যোগ্য প্রার্থী বেছে কর্মী পদে নিযুক্ত করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ ও সময়: আগামী 23 মার্চ, 2023 তারিখে ইন্টারভিউ সংঘটিত হচ্ছে। সকাল 10 টা থেকে রিপোর্টিং টাইম এবং সকাল 11 টা থেকে শুরু হবে ইন্টারভিউ।
ইন্টারভিউয়ের স্থান: ICAR-National Institute Of Cholera & Enteric Diseases (NICED II Building Within ID & BG Hospital Campus), P-33, C.I.T Road, Scheme-XM, Beliagata, Kolkata- 700010
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE