পশ্চিমবঙ্গে মিউজিয়ামে অসংখ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বেতন 35,400/- টাকা | WB Museum Recruitment 2023

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশেষ এক নিয়োগের সুখবর। এবার রাজ্যে মিউজিয়ামে তথা জাদুঘরে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে যেসকল চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে অনেক পড়াশোনা করার পর ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য এটি হতে পারে একটি সুবর্ণ সুযোগ। এখানে একই সঙ্গে বেশ কয়েক ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আপনারা রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে, জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।

WB Museum Recruitment 2023
নিয়োগকারী সংস্থা: ভারতীয় জাদুঘর তথা Indian Museum এর তত্ত্বাবধানে Ministry of Culture এর তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে রাজ্যে মিউজিয়ামে তথা জাদুঘরে নেওয়া হবে কর্মী।
পদ – লাইব্রেরি-ইনফরমেশন অফিসার
শিক্ষাগত যোগ্যতা: লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসার পদে আবেদন জানাতে গেলে সংশ্লিষ্ট ক্ষেত্রে মাস্টার্স পাস করে থাকতে হবে। সঙ্গে যেকোনো স্বীকৃত সংস্থা থেকে লাইব্রেরি সাইন্স এর ওপর ডিপ্লোমা করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 35,400/- টাকা। এই বেতন সর্বোচ্চ 1,12,400/- টাকা অব্দি হতে পারে।
পদ – পাবলিকেশন অফিসার
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর পাশ করার পাশাপাশি পদ সম্পর্কিত যোগ্যতা ও দক্ষতা থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 45 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 67,000/- টাকা। এই বেতন সর্বোচ্চ 2,08,700/- টাকা অব্দি হতে পারে।
পদ – কিউরেটার
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর পাশের পাশাপাশি কম্পিউটার এমএস এর কাজের দক্ষতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 45 বছর রাখা হয়েছে। এর নিচে বয়স হলেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন আপনি।
মাসিক বেতন: এক্ষেত্রেও নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 67,000/- টাকা। বেতন সর্বোচ্চ 2,08,700/- টাকা।
কীভাবে আবেদন করবেন: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। বিস্তারিত ধাপ নিচে আলোচনা করা হয়েছে।
1. সবার প্রথমে নিম্নলিখিত লিঙ্ক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট ডাউনলোড করে বের করে নিন।
2. নিজের যাবতীয় তথ্য যেমন, নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
3. সঙ্গে অবশ্যই একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন এই ফর্মের মধ্যে।
4. একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন। সঙ্গে ফর্মের মধ্যে একটি সিগনেচার করে দিন নিজের।
5. সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
6. সঙ্গে আবেদনপত্রের এক কপি ফটো কিংবা স্ক্যান করা কপি ইমেলের মাধ্যমে নির্দিষ্ট ইমেল ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Director-in-charge, Indian Museum, 27 Jawaharlal Nehru Road, Kolkata-700016
ইমেল ঠিকানা – indianmuseumkolkata2@gmail.com
আবেদনের সময়সীমা: আগামী 05 জুন, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন ও আবেদনপত্রের লিঙ্ক দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


APPLICATION FORMAT: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE 


MORE JOB NEWS: CLICK HERE


OUR TELEGRAM CHANNEL: JOIN HERE

Leave a comment