পশ্চিমবঙ্গে যুবশ্রী প্রকল্পে গ্রুপ সি, ডি কর্মী নিয়োগ, অষ্টম-মাধ্যমিক পাশে সরাসরি চাকরি | WB Govt Job 2022

এক বিরাট নিয়োগের সুখবর পশ্চিমবঙ্গের সমগ্র চাকরিপ্রার্থীদের জন্য। রাজ্যে এবার এক ভিন্ন ধর্মী চাকরির বিজ্ঞপ্তি জারি হলো। রাজ্যে মূলত যুবশ্রী প্রকল্পের আওতায় এমপ্লয়মেন্ট ব্যাংক এর তরফ থেকে সংঘটিত হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া। আপনি রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হলেই এখানে চাকরির জন্য আবেদন জানানোর যোগ্য। রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ এখানে সমানভাবে অংশগ্রহণ করতে পারবেন। সব থেকে বড় কথা হলো, শুধুমাত্র অষ্টম কিংবা মাধ্যমিক পাশে আপনি এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন এবং কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি কর্মী নিয়োগ করা হবে এখানে।

WB Govt Job Recruitment 2022

নিয়োগকারী সংস্থা:
রাজ্যের যুবশ্রী প্রকল্পের আওতায় এই নিয়োগ সম্পন্ন করা হবে।
পদের নাম:
রাজ্যের এই সরকারি গ্রুপ-সি নিয়োগ এর মধ্য দিয়ে আপাতত নির্দিষ্ট যেসব পদে কর্মী নিয়োগ করা হচ্ছে,
1. স্টোর এসিস্ট্যান্ট (Store Assistant)
2. সিকিউরিটি গার্ড (Security Guard)
3. ওয়্যার হাইস এসিস্ট্যান্ট (Warehouse Assistant)
4. লোডিং ও আনলোডিং কর্মী (Loading and Unloading Person)
শিক্ষাগত যোগ্যতা:
রাজ্যের যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যুনতম অষ্টম অথবা মাধ্যমিক পাশ করে থাকলেই আপনি এখানে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। 
প্রার্থীর বয়সসীমা:
চাকরিতে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে 18 বছর এবং এখানে সর্বোচ্চ 45 বছরের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন:
যুবশ্রী প্রকল্পের আওতায় চাকরিতে যুক্ত হওয়ার পর পরই মাসে 8,000/- টাকা এর মত বেতন দেওয়া হবে। সঙ্গে অন্যান্য নানান সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হবে এখানে। এই বেতন দিনে দিনে বাড়বে।
আবেদন প্রক্রিয়া:
আবেদন করতে পারবেন ডাইরেক্ট BIO DATA পাঠিয়ে,
1. সেক্ষেত্রে নিজের হাতে একটি CV অর্থাৎ BIO DATA বানিয়ে ফেলুন আগে।
2. এটি নিজের যাবতীয় সকল তথ্য দিয়ে বানিয়ে ফেলবেন। সেক্ষেত্রে নিজের নাম, বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা ইত্যাদি তথ্য দেবেন এখানে।
3. তারপর এটি ফটো স্ক্যান করে এটি pdf file এ কনভার্ট করে ফেলুন। কিংবা কোনো PHOTO RESIZER App এর সাহায্যে রিসাইজ করে ফেলুন।
4. এরপর এটি একটি E Mail আইডি তে পাঠিয়ে দিতে হবে।
5. সেক্ষেত্রে আপনি চাইলে নিজের যাবতীয় ডকুমেন্ট এর জেরক্স কপি গুলি সেল্ফ অ্যাটেস্টেড করে সেগুলির পিডিএফ কিংবা ফটো পাঠাতে পারেন BIO DATA এর সঙ্গে।
6. নিচে ইমেল আইডি এর ঠিকানা দেওয়া হয়েছে, সেই ঠিকানায় পাঠিয়ে দেবেন আপনার Bio Data।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন আবেদনের ক্ষেত্রে,
1. মাধ্যমিকের অ্যাডমিট কিংবা বার্থ সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র হিসেবে
2. অষ্টম শ্রেণী পাশ এর মার্কশিট
3. মাধ্যমিক পাশের মার্কশিট
4. মাধ্যমিক পাশের সার্টিফিকেট
5. অন্যান্য সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
6. নিজের ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড বাসিন্দার প্রমাণপত্র হিসেবে
7. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো
8. একটি সিগনেচার
9. কোনো কাস্ট সার্টিফিকেট যদি থাকে
10. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
কর্মী নিয়োগ প্রক্রিয়া:
কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না কর্মী নিয়োগের ক্ষেত্রে। নিয়োগ হবে সরাসরি।
1. প্রার্থীদের আবেদনগুলো জমা পড়ার সেগুলি শর্ট লিস্টিং করে বেছে নেওয়া হবে প্রথমে।
2. শর্ট লিস্টেড প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য।
3. সেখানে প্রার্থীদের সাধারণ প্রশ্ন করণের মধ্য দিয়ে এবং পার্সোনালিটি টেস্ট করে তাদের সার্বিকভাবে যাচাই করে নেওয়া হবে।
4. তারপর তাদের অ্যাকাডেমিক মার্কস দেখে তার ওপর নম্বর দেওয়া হবে। সঙ্গে ইন্টারভিউয়ের ওপর থাকবে নম্বর।
5. এরপর প্রাপ্ত নম্বর গুলি যোগ করে নম্বরের ভিত্তিতে তৈরি করে নেওয়া হবে মেরিট লিস্ট তথা মেধা তালিকা।
6. এই মেধা তালিকা দেখেই প্রার্থীদের কর্মী পদে নিয়োগ করে দেওয়া হবে। 
ইন্টারভিউয়ের স্থান:
59B Chowringhee Road. Kolkata- 700020
E-mail ঠিকানা:
ইন্টারভিউয়ের দিনক্ষণ খুব শীঘ্রই জানানো হবে। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে এই নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

MORE WB GOVT JOB: CLICK HERE
চাকরি ও নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন সব আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হন।

TELEGRAM CHANNEL: JOIN HERE

Leave a comment