পশ্চিমবঙ্গে লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) পদে কর্মী নিয়োগ | wb ldc recruitment 2021-2022

রাজ্যের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ সুখবর। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাসে করতে পারবেন আবেদন। কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গে বিভিন্ন গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জেলার বাসিন্দা এবং নারী পুরুষ নির্বিশেষে যে কেউ করতে পারবেন আবেদন। আবেদন করতে লাগবে না কোনো রকম আবেদন ফি। এবং অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন। LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে প্রার্থী নিয়োগ করা হবে। তাই দেরি না করে দেখে নিন আবেদনের খুঁটিনাটি।

wb ldc recruitment 2021

নিয়োগকারী সংস্থা: কেন্দ্রীয় সরকারের INSTITUTE OF HOTEL MANAGEMENT CATERING TECHNOLOGY  & APPLIED  NUTRITION এর কলকাতা শাখার পক্ষ থেকে করা হবে নিয়োগ।


পদের নাম: প্রধান 3 প্রকার পদে করা হবে প্রার্থী নিয়োগ। নিচে বিভিন্ন পদের ডান পাশে শূন্যপদের সংখ্যা দেওয়া হলো।

  1. Assistant Lecturer-cum-Assistant Instructor – 08
  2. Lower Division Clerk – 04
  3. Hindi Translator – 01
এখানে মূলত Lower Division Clerk তথা LDC পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

Lower Division Clerk (LDC)

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে আবেদনকারীকে অবশ্যই যেকোনো এক স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে।

কম্পিউটার যোগ্যতা: আবেদনকারীকে MS-Office এর জ্ঞান থাকতে হবে। এবং মিনিটে কম পক্ষে 40 টি শব্দ টাইপ করতে হবে।

অন্যান্য যোগ্যতা: আবেদনকারীকে ইংরেজি বিষয়ে দক্ষ হতে হবে।




বয়স: আবেদনকারীর বয়স হতে হবে 28 বছরের মধ্যে।  SC/ST এর বয়সের ক্ষেত্রে 5 বছরের ছাড় থাকবে।


বেতন: 19,900-63,200 টাকা মাসে।


আবেদন প্রক্রিয়া: অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন। 


নিয়োগ প্রক্রিয়া: কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ।



Official Notification: Click Here

Official Website for Apply Online: Click Here






Leave a comment