পশ্চিমবঙ্গে সমাজ কল্যাণ দপ্তরে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, বেতন 33,100/- টাকা | Social Welfare Recruitment

পশ্চিমবঙ্গে সমাজ কল্যাণ বিভাগে এবার জারি হলো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। মূলত রাজ্যের জেলা লেভেলে নেওয়া হবে কর্মী। একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এখানে আপনারা ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। বিস্তারিত বিবরণ নিম্নরূপ, জানতে সঙ্গে থাকুন।

WB Social Welfare Recruitment
নিয়োগকারী সংস্থা: রাজ্যে জেলা কেভেলে ডিএম অফিসের তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে সমাজ কল্যাণ বিভাগে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম: একই সঙ্গে প্রধান চার ধরনের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। নিচে পদ অনুযায়ী বিস্তারিত আলোচনা করা হয়েছে।
পদ – প্যারা মেডিকেল স্টাফ
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশের পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: ন্যুনতম 21 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন – 12,000/- টাকা
পদ – চাইল্ড ওয়েলফেয়ার অফিসার
শিক্ষাগত যোগ্যতা: সোশ্যাল ওয়ার্ক/ সোশিয়লজি/ সোশ্যাল সাইন্স ইত্যাদি যেকোনো ক্ষেত্রে স্নাতক পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: এক্ষেত্রেও আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে।
মাসিক বেতন – 23,170/- টাকা
পদ – কাউন্সিলর
শিক্ষাগত যোগ্যতা: সাইকোলজি / পাবলিক হেলথ / সোশ্যাল ওয়ার্ক/ সোশিয়লজি ইত্যাদি যেকোনো ক্ষেত্রে স্নাতক পাশ।
প্রার্থীর বয়সসীমা: সর্বনিম্ন 24 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য।
মাসিক বেতন – 23,170/- টাকা
পদ – অফিসার ইনচার্জ
শিক্ষাগত যোগ্যতা: সোশ্যাল ওয়ার্ক/ সোশিয়লজি/ চাইল্ড ডেভলপমেন্ট ইত্যাদি যেকোনো ক্ষেত্রে স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: ন্যুনতম 27 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। সর্বোচ্চ 42 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন – 33,100/- টাকা
আবেদন পদ্ধতি: নিচে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম এর লিংক দেওয়া হয়েছে, ডাউনলোড করে বের করে নিন।
নিজের যাবতীয় তথ্য যেমন, নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিভাবকের নাম, বয়স, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন।
রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন। সঙ্গে একটি সিগনেচার করুন ফর্মের মধ্যে। যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনের সময়সীমা: আগামী 16/08/2023 তারিখের মধ্যে আবেদন জমা করতে পারবেন। নিচে দেওয়া ঠিকানায় আবেদনপত্র পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিন।
আবেদন পাঠানোর ঠিকানা: District Child Protection Unit 
Basement Southern part, Room No-1
OIIice of the District Magistrate
New Administrative Building
Berhampore, Murshidabad
West Bengal. Pin- 742101
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE

Leave a comment